২১ মে, ২০২০ ১৫:২০
গাইবান্ধার পলাশবাড়ীতে ঢাকা-রংপুর মহাসড়কের রড বোঝাই ট্রাক উল্টে ১৩ জন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২১ মে) দুপুর ২টার দিকে পলাশবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) মতিউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, ঢাকা থেকে রড বোঝাই ট্রাক রংপুরে আসছিল। ট্রাকের ওপর ২০ জনের বেশি মানুষ ছিল। দুপুরে পলাশবাড়ীর জুনদহ এলাকায় ট্রাকটি পৌঁছালে হঠাৎ করে চালক নিয়ন্ত্রণ হারায়। এতে ট্রাকটি উল্টো খাদে পড়ে ঘটনাস্থলেই ১৩ জন নিহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের লাশ উদ্ধার করে। এছাড়া আহত অন্তত পাঁচজনকে উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
তাৎক্ষণিকভাবে তিনি নিহতদের পরিচয় জানাতে পারেননি। তবে হতাহতদের বাড়ি রংপুরসহ আশেপাশের জেলায়। তারা সবাই শ্রমিক বলে ধারণা করা হচ্ছে।
ফায়ার সার্ভিসের কর্মীরা খাদে পড়া ট্রাকটি উদ্ধার তৎপরতা চালাচ্ছেন।
আপনার মন্তব্য