সাপাহার প্রতিনিধি

০৯ জুন, ২০২০ ২১:১৯

সরকারি আদেশ অমান্য : সাপাহারে জরিমানা আদায়

নওগাঁর সাপাহারে করোনাভাইরাস (কোভিট-১৯) সম্পর্কে উপজেলাবাসীকে পরিষ্কার পরিচ্ছন্ন ও সচেতন থাকার জন্য বিভিন্ন দিক নির্দেশনা করা হয় এবং প্রশাসনের আদেশ অমান্যকারীদের কাছ থেকে জরিমানা আদায় করা হয়েছে।

উপজেলাবাসীকে করোনাভাইরাসের হাত থেকে রক্ষা করতে উপজেলা প্রশাসন বিভিন্ন সময়ে মাইকিং করে সচেতন করার পাশাপাশি সামাজিক দূরত্ব বজায় রেখে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দোকার খোলার নির্দেশনা থাকে।

বিজ্ঞাপন

কিন্তু কিছু কিছু দোকান-পাট সামাজিক দূরত্ব না মানায় এবং সময়মত দোকান বন্ধ না করায় মঙ্গলবার বিকেল ৫টায়  উপজেলার বিভিন্ন পয়েন্টের ১২টি দোকানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অর্থদণ্ড করেন  সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহরাব হোসেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহরাব হোসেন জানান,করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত এ অভিযান চলমান থাকবে। এসময় উপস্থিত ছিলেন,প্রেসক্লাব সভাপতি জাহাঙ্গীর আলম মানিক, রিপোটার্স ফোরামের সভাপতি হাফিজুল হক,সাংবাদিক প্রদীপ সাহা প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত