সিলেটটুডে ডেস্ক

০৯ আগস্ট, ২০১৬ ০৯:৫৮

রায়পুরে 'বন্দুকযুদ্ধে' যুবক নিহত, এসআইসহ চার পুলিশ আহত

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' আলমগীর (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় পুলিশের এসআই ফারুকসহ চার পুলিশ সদস্য আহত হয়েছেন বলে দাবি করেছে পুলিশ।

ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।

সোমবার রাত ২টার দিকে ডাকাতি প্রস্তুতিকালে উপজেলার চরমোহনা ইউনিয়নের দক্ষিণ রায়পুরের একটি সুপারি বাগানে এ ঘটনা ঘটে।

নিহত আলমগীর একই এলাকার মৃত লেদামিয়ার ছেলে। ওই যুবক ডাকাত দলের সরদার ও তালিকাভুক্ত আসামি। তার বিরুদ্ধে ডাকাতিসহ ৭টি মামলা রয়েছে বলে জানিয়েছেন রায়পুর থানার ওসি মোহাম্মদ লোকমান হোসেন।

তিনি জানান, দক্ষিণ রায়পুর গ্রামের একটি সুপারি বাগানে রাত ২টার দিকে একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন গোপন সংবাদ পেয়ে টহল পুলিশ ঘটনাস্থলে যায়। ডাকাতরা তাদের উপস্থিতি টের পেয়ে লক্ষ্য করে গুলি ছুঁড়ে। পুলিশও আত্মরক্ষার্থে কয়েক রাউন্ড গুলি ছোড়ে।

এতে আলমগীর নামে এক ডাকাতকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। অন্যরা পালিয়ে যায়।

পরে তাকে প্রথমে রায়পুর সরকারি হাসপাতাল ও পরে লক্ষ্মীপুর সদর হাসপাতাল নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঘটনার সময় আহত হন এসআই ফারুর হোসেন, কনস্টেবল সফিক, কমর, ওহিদ। তাদের রায়পুর সরকারি হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

পরে ঘটনাস্থল থেকে একটি দেশীয় বন্দুক, তিন রাউন্ড গুলি ও বিভিন্ন দেশিও অস্ত্র উদ্ধার করা হয় বলে দাবি করেন ওসি।

এ ছাড়াও তিনি বলেন, পুলিশের তালিকাভুক্ত নিহত ডাকাত সরদার আলমগীরের বিরুদ্ধে থানায় ৭টি মামলা রয়েছে। নিহতের মরদেহ লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে রয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত