বেনাপোল প্রতিনিধি

১১ আগস্ট, ২০১৬ ১৬:১৮

বেনাপোল কাস্টমসে ৫০ হাজার মার্কিন ডলার জব্দ

বেনাপোল চেকপোস্ট কাস্টমসে ভারত থেকে আসা পাসপোর্ট যাত্রীর পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা ব্যাগ থেকে ৫০ হাজার মার্কিন ডলার জব্দ করেছে কাস্টমস কর্মকর্তারা।

বৃহস্পতিবার (১১ আগস্ট) দুপুর দেড়টার সময় ডলার জব্দ করা হয়।

বেনাপোল কাস্টমস হাউজের ডেপুটি কমিশনার নিতিশ বিশ্বাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস হাউজের স্ক্যানিং মেশিনে ভালো করে ব্যাগ পরীক্ষা করে দেখার সময় একটি ব্যাগ পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।

ঐ ব্যাগটি স্ক্যানিং মেশিনের পাশে থেকে নিয়ে ভালো করে তল্লাশি করলে তার ভিতর থেকে বেরিয়ে আসে ৫০ হাজার মার্কিন ডলার। ত‌বে পাসপোর্ট যাত্রীকে আটক করা যায় নি। সে আগে থেকে বুঝতে পেরে ব্যাগ রেখে পালিয়ে যায় বলে ধারনা করছে কাস্টমস কর্মকর্তারা।

বেনাপোল কাস্টমস এর যুগ্ম কমিশনার মোস্তাফিজুর রহমান ৫০ হাজার মার্কিন ডলার জব্দ করার ঘটনা নিশ্চিত করেছেন।

তিনি আরো জানান, আটক মার্কিন ডলার বাংলাদেশী টাকায় ৪২ লাখ টাকার সমপরিমাণ।

আপনার মন্তব্য

আলোচিত