প্রান্ত দেবনাথ রনি, রাঙামাটি থেকে

২৭ সেপ্টেম্বর, ২০১৬ ১৪:১৯

রাঙামাটিতে পর্যটন দিবসে র‍্যালি ও আলোচনা সভা

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে পার্বত্য শহর রাঙামাটিতে।

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) সকালে রাঙামাটির ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইন্সটিটিউট মিলনায়তন থেকে একটি বর্ণিল র‍্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য ও পর্যটন বিভাগের আহ্বায়ক অমিত চাকমা রাজুর সভাপতিত্বে এসময় প্রধান অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, রাঙামাটির সিভিল সার্জন ডা. স্নেহ কান্তি চাকমা, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা এসএম জাকির হোসেন, সহকারি পুলিশ সুপার চিত্ত রঞ্জন পাল, রাঙামাটি পর্যটনের ব্যবস্থাপক আলোক বিকাশ চাকমা এবং রাঙামাটি হোটেল মালিক সমিতির যুগ্ম সম্পাদক নেসার আহম্মেদ।

দিবসের আয়োজন হিসেবে বিকাল চারটায় শহীদ মিনার চত্বরে পিঠা উৎসব, ছয়টা পঁচিশ মিনিটে ফানুস উৎসব এবং সাড়ে ছয়টায় সাংস্কৃতিক অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত