ঝিনাইদহ প্রতিনিধি

১৮ এপ্রিল, ২০১৭ ১৮:০২

হরিণাকুন্ডে দুই গ্রামবাসীর মধ্যে উত্তেজনা, আহত ১

ঝিনাইদহের হরিণাকুন্ডুতে বিদেশে লোক পাঠানোর নামে টাকা নিয়ে প্রতারণা করে টাকা ফেরত না দেওয়াকে কেন্দ্র করে দুই দল গ্রামবাসীর মধ্যে উত্তেজনা বিরাজ করছে। এ ঘটনায় পাওনা টাকা নিয়ে শালিসে অলিয়ার নামে একব্যক্তিকে বেধড়ক মারপিট করেছে প্রতিপক্ষ।

সোমবার (১৭ এপ্রিল) এ ঘটনাটি ঘটে।

জানা গেছে, উপজেলার রঘুনাথপুর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের জনৈক জালাল মন্ডল বিদেশে যাওয়ার জন্য একই ইউনিয়নের ভবিতপুর গ্রামের টিক্কার কাছে ২ লক্ষ টাকা দেয়। বিদেশে না পাঠিয়ে টাকা ফেরত না দিয়ে টালবাহানা করতে থাকে টিক্কা। এ ঘটনায় উভয় গ্রামের গণ্যমান্য ব্যক্তিদের মধ্যস্থতায় একাধিক শালিসি বৈঠক হলেও টাকা ফেরত না দিয়ে টালবাহানা করতে থাকে আদম ব্যাপারী টিক্কা ধুড়ি।

এ ব্যাপারে রঘুনাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাকিবুল হাসান রাসেল বলেন, ঘটনার দিন সোমবার টাকা দেওয়ার কথা ছিল। টাকা চাইতে জালাল মন্ডল ও এলাকার লোকজন ভবিতপুর গ্রামে গেলে পাওনা টাকা না দিয়ে তাদের উপর লাঠিসোটা নিয়ে আক্রমণ করে। এ সময় ওলিয়ার রহমান আহত হয়।

হরিণাকুন্ডু থানার ওসি মাহাতাব উদ্দীন জানান, সোমবার সন্ধ্যায় পাওনা টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে একজন আহত হয়েছে। এ ঘটনায় মঙ্গলবার সকালে দুই গ্রামবাসীর মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশ দ্রুত উক্ত এলাকায় উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যে কোন ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে ঐ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও তিনি জানান। এছাড়াও এ ঘটনায় উভয়পক্ষ থানায় পাল্টাপাল্টি মামলা দায়ের করেছে।


আপনার মন্তব্য

আলোচিত