সিলেটটুডে ডেস্ক

২৭ এপ্রিল, ২০১৭ ১৭:৪০

শিবগঞ্জের ‘জঙ্গি আস্তানা’ থেকে বের করে আনা হয়েছে এক নারী ও শিশুকে

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার জঙ্গি আস্তানা থেকে একটি অ্যাম্বুলেন্স বের হতে দেখা গিয়েছে। সেই অ্যাম্বুলেন্সের ভিতরে গেছে আহত এক নারীকে। ঠিক তার ২০ মিনিট পর আরেকটি অ্যাম্বুলেন্স করে একটি শিশুকে নিয়ে যেতে দেখা গেছে।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) বেলা ৫টার দিকে হলুদ শাড়ি পরা এক নারীকে বের করে অ্যাম্বুলেন্সে তুলে নিয়ে যেতে দেখা যায়।

তবে পুলিশের এক দায়িত্বশীল কর্মকর্তা জানিয়েছেন, দুজনকেই আহত অবস্থায় চাঁপাইনবাগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

আর গোয়েন্দা সূত্রে জানা যায়, আহত নারীর নাম সুমাইয়া (৩৫); তিনি জঙ্গি রফিকুল ইসলাম ওরফে আবুর স্ত্রী।

ভেতরে এখন অভিযান শেষের পথে। অভিযান শেষে ব্রিফ হবে, এমনটাই জানান দায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

এর আগে সকাল থেকে মাইকে কয়েক দফা বলার পরও আত্মসমর্পণ না করায় বেলা সোয়া ৪টার দিকে ভেতরে থাকা দুই শিশুকে বের করে দেওয়ার আহ্বান জানানো হয়।

তাছাড়া সকালে শেষবারের মতো তাদের আত্মসমর্পণ করতে বলার ঘণ্টাখানেকের মধ্যে একটি বোমা ‘নিষ্ক্রিয়’ করা হয় সন্দেহভাজন ওই জঙ্গি আস্তানায়।

জেলার পুলিশ সুপার মুজাহিদুল ইসলাম বলেন, “আইন-শৃঙ্খলা বাহিনী এখনও বাড়ির ভেতরে ঢোকেনি। তবে বাড়ির ফটকে একটা বোমা পাওয়ার পর সেটা নিষ্ক্রিয় করা হয়েছে।”

প্রসঙ্গত, জঙ্গি আস্তানা সন্দেহে গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোর থেকে পুলিশ, কাউন্টার টেররিজম ইউনিট ও র‌্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ওই বাড়িটি ঘিরে রাখেন। সন্ধ্যায় সোয়াট ঘটনাস্থলে আসার পর শুরু হয় মূল অভিযান। প্রায় সোয়া ২ ঘন্টা অভিযান চলার পর বৃহস্পতিবার সকাল পর্যন্ত অভিযান স্থগিত করা হয়।

আপনার মন্তব্য

আলোচিত