বেনাপোল প্রতিনিধি

১৪ জুলাই, ২০১৭ ১৬:০৫

বেনাপোলে ৫ পিস স্বর্ণের বার সহ পাসপোর্ট যাত্রী আটক

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন এলাকা থেকে ভারতে পাচারের সময় ৫ পিস স্বর্ণের বার সহ জালাল আহম্মেদ সেলিম (৪৮) নামে এক পাসপোর্ট যাত্রীকে আটক করা হয়েছে।

শুক্রবার (১৪ জুলাই) সকালে বেনাপোল কাস্টমস শুল্ক গোয়েন্দা সদস্যরা তাকে আটক করে।

আটক স্বর্ণপাচারকারী পাসপোর্ট যাত্রী শরিয়তপুর জেলার নরিয়া থানার মিতু মাতবরের কান্দি গ্রামের ইয়াকুব মুন্সির ছেলে।

বেনাপোল কাস্টমস শুল্ক গোয়েন্দা অফিসের সহকারী রাজস্ব কর্মকর্তা চান মাহামুদ খান জানান, বেনাপোল কাস্টমস-চেকপোস্ট পার হয়ে ভারতে যাওয়ার সময় ঐ যাত্রীর চলাচল সন্দেহজনক মনে হ‌লে তার শরীর তল্লাশি করে ৫ পিস স্বর্ণের বার পাওয়া যায়। যার ওজন ৫৮০ গ্রাম।

আটক স্বর্ণ ও পাচারকারী‌কে বেনা‌পোল পোর্ট থানায় সোপর্দ করা হ‌য়ে‌ছে।

আপনার মন্তব্য

আলোচিত