সিলেটটুডে ডেস্ক

২৯ জুলাই, ২০১৭ ০০:০৭

পিরোজপুরে এবার যুবলীগ নেতার বিরুদ্ধে ৫৭ ধারায় মামলা

সংসদ সদস্য রুস্তম আলী ফরাজীকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অশালীন মন্তব্যের অভিযোগে পিরোজপুরের মঠবাড়িয়া এক যুবলীগ নেতার বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ৫৭ ধারায় মামলা হয়েছে।

মঠবাড়িয়া থানার ওসি কেএম তারিকুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাতে শাহাদৎ হোসেন নামে এক ব্যক্তি মামলাটি দায়ের করেন। আসামি বশির হোসেন উপজেলার বেতমোর ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক।

মামলার এজাহারের বরাত ‍দিয়ে ওসি তারিকুল বলেন, কয়েকদিন আগে যুবলীগ নেতা বশির হোসেন ফেসবুকে স্থানীয় সংসদ সদস্য রুস্তম আলী ফরাজীর বিরুদ্ধে অশালীন মন্তব্য করেন। যাতে এমপির প্রতি সাধারণ মানুষের বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

এর আগে গত ৬ জুলাই এমপির পক্ষ হয়ে ফারুক হোসেন নামের এক ব্যক্তি উপজেলার আরেক যুবলীগ নেতা নুরুল আমীন রাসেল ও দৈনিক সকালের খবরের জ্যেষ্ট প্রতিবেদক আজমল হক হেলালের বিরুদ্ধে একটি মামলা করেছিলেন।

৫৭ ধারায় বলা হয়েছে- ওয়েবসাইটে প্রকাশিত কোনো ব্যক্তির তথ্য যদি নীতিভ্রষ্ট বা অসৎ হতে উদ্বুদ্ধ করে, এতে যদি কারও মানহানি ঘটে, রাষ্ট্র বা ব্যক্তির ভাবমূর্তি ক্ষুণ্ন হয়, তা হবে অপরাধ। এর শাস্তি অনধিক ১৪ বছর কারাদণ্ড এবং অনধিক এক কোটি টাকা জরিমানা।

উল্লেখ্য, এর আগে মঠবাড়িয়া উপজেলার সাপলেজা ইউনিয়নের যুবলীগ নেতা নুরুল আমিন রাসেল ও দৈনিক সকালের খবরের জ্যেষ্ঠ প্রতিবেদক আজমল হক হেলালের বিরুদ্ধে আইসিটি আইনের ৫৭ ধারায় মামলা করেন সংসদ সদস্য রুস্তম আলী ফরাজীর পক্ষের লোকজন। ওই মামলার দুই জন বর্তমানে জামিনে আছেন।

আপনার মন্তব্য

আলোচিত