সিলেটটুডে ডেস্ক

২১ অক্টোবর, ২০১৭ ০২:৫৮

১৫ নভেম্বর পবিত্র আখেরি চাহার সোম্বা

শুক্রবার বাংলাদেশের আকাশে ১৪৩৯ হিজরি সনের পবিত্র সফর মাসের চাঁদ দেখা না যাওয়ায় মহররম মাস ৩০ দিন পূর্ণ হয়েছে।

শনিবার সন্ধ্যা থেকে (আনুষ্ঠানিক হিসেবে রোববার থেকে) হিজরি সফর মাস গণনা শুরু হবে। সে হিসেবে ১৫ নভেম্বর (২৫ সফর) পবিত্র আখেরি চাহার সোম্বা যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য্য ও মর্যাদায় পালিত হবে।

শুক্রবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। এতে সভাপতিত্ব করেন ধর্ম মন্ত্রণালয়ের সচিব মো. আনিছুর রহমান।

ইসলামিক ফাউন্ডেশনের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সফর মাসের চতুর্থ বুধবার আখেরি চাহার সোম্বা উদযাপিত হয়। মহানবী হজরত মুহাম্মদ (সা) ইন্তেকালের আগে এ দিনে কিছুটা সুস্থতা বোধ করেছিলেন। হজরত আয়েশাকে (রা) ডেকে বলেছিলেন, মনে হচ্ছে মাথাটা হালকা হয়ে গেছে। হজরত আয়েশা (রা) মহানবীর (সা) মাথা ধোয়ে দেন (কোনো বর্ণনায় এসেছে গোসল করিয়ে দেন)।

এ খবর ছড়িয়ে পড়লে মুসলমানরা আনন্দে আপ্লুত হন, মহানবীকে দেখতে ছুটে আসেন। শুকরিয়া হিসেবে নফল ইবাদতে মশগুল হন, দান-খয়রাত করেন।

সেই থেকে এ পর্যন্ত দিনটি শুকরিয়া দিবস হিসেবে পালন করে আসছেন মুসলমানরা। ইবাদত-বন্দেগি, দান-খয়রাত ও দরিদ্র মানুষকে খাওয়ানোর মধ্য দিয়ে বাংলাদেশেও দিবসটি উৎযাপিত হয়ে আসছে।

আপনার মন্তব্য

আলোচিত