সিলেটটুডে ডেস্ক

২৯ নভেম্বর, ২০১৭ ১৩:০৩

ঢাবি ক্যাম্পাসে ২ সাংবাদিক লাঞ্চনার ঘটনায় আটক ৪ ছাত্রলীগ নেতাকর্মী

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দুই সাংবাদিকে লাঞ্চনার ঘটনায় ছাত্রলীগের চার নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২৮ নভেম্বর) রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের কলাভবনের সামনে এ ঘটনা ঘটে। ওই ঘটনার পরপরই তাদের আটক করে থানায় সোপর্দ করা হয়।

আটক ব্যক্তিরা হলেন বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হল ছাত্রলীগের সহ-সম্পাদক ও ফার্সি বিভাগের ছাত্র আহমেদ ফয়সাল, কমিউনিকেশন ডিজঅর্ডার বিভাগের আনোয়ারুল কবির, ইংরেজি বিভাগের তোফায়েল হোসেন ও একই বিভাগের আশরাফুল ইসলাম সাকিব।

আটককৃত সবাই বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থী এবং বিজয় একাত্তর হল শাখা ছাত্রলীগের সভাপতি ফকির রাসেল আহমেদের অনুসারী হিসেবে পরিচিত।

ক্যাম্পাস সূত্রে জানা যায়, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের স্টাফ রিপোর্টার মাসুম বিল্লাহ ও চ্যানেল টোয়েন্টিফোরের নারী সাংবাদিক শামীমা সুলতানা রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের কলাভবনের সামনে কথা বলছিল। এ সময় ওই চারজন এসে তাদের পরিচয় জানতে চায়। তারা দুই জনই বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী বলার পর তারা বহিরাগত বলে মারধর শুরু করেন।

ওই সময় ঘটনাস্থলের কাছে থাকা সাংবাদিকরা এসে তাদের উদ্ধার করেন। হামলাকারী চারজনকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর গোলাম রব্বানী সাংবাদিকদের বলেন, তাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি আবিদ আল হাসান জানান, হামলাকারীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।

আপনার মন্তব্য

আলোচিত