সিলেটটুডে ডেস্ক

২৫ জুন, ২০১৮ ১৯:২৬

সাতক্ষীরায় বজ্রপাতে ৪ জনের মৃত্যু

সাতক্ষীরায় দুই উপজেলায় বজ্রপাতে ৪ জনের মৃত্যু হয়েছে। এতে অন্তত নয়জন আহত হয়েছেন।

স্থানীয়রা জানান, সোমবার (২৫ জুন) বেলা ১টার দিকে শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের গুমনতলী গ্রামে মাছের ঘেরে কাজ করছিলেন কয়েকজন দিনমজুর। এ সময় বজ্রপাতে স্থানীয় শ্রীকান্ত মণ্ডলের স্ত্রী জোসনা মণ্ডল ও মুজিদ মোল্লার স্ত্রী জিন্নাতুন্নেসার (৪০) মৃত্যু হয়।

এতে ফুলদাসী (৪৫), আনিসুর রহমান (৩৫), ঝর্ণা পারভিন (৩৩), আনোয়ারা খাতুন (৩৮), কুলসুম বিবি (৪০), আনোয়ারা বিবি (৩৬), রহিমা খাতুন (৩৩) ও জানু পারভিন (২২) আহত হন।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মান্নান আলী সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।  

এদিকে সদর উপজেলার বৈকারি ইউনিয়নের বৈকারি বিলে সোমবার বেলা ২টার দিকে বজ্রপাতে এক মাছের ঘের মালিকের মৃত্যু হয়। নিহত সাজু হোসেন (২৫) ওই ইউনিয়নের আব্দুস সালামের ছেলে।

স্থানীয়রা জানান, তিন-চারজন কর্মচারীর সঙ্গে নিজের মাছের ঘেরে কাজ করছিলেন সাজু। এ সময় বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে তারা বাড়ির পথে রওনা হন। পথে বজ্রপাতে ঘটনাস্থলেই সাজুর মৃত্যু হয়। বজ্রপাতে আহত হন দুই শ্রমিককে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় আবুল খায়ের (২৫) নামে আরেকজন মারা যান।
 
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

আপনার মন্তব্য

আলোচিত