সিলেটটুডে ডেস্ক

১০ অক্টোবর, ২০১৮ ১৯:২২

ইলিশ শিকারের দায়ে ২১ জেলে আটক

নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকারের দায়ে শরীয়তপুর থেকে ২১ জেলেকে আটক করেছে প্রশাসন।

বুধবার (১০ অক্টোবর) ভোর ৪টা থেকে সকাল ৭টা পর্যন্ত নদীতে আলাদা অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

আটককৃতদের মধ্যে জাজিরা উপজেলার ৪ জন, নড়িয়া উপজেলার ৭ জন ও ভেদরগঞ্জ উপজেলার ১০ জনসহ মোট ২১জন রয়েছেন।

জাজিরা উপজেলা মৎস্য কর্মকর্তা, ভেদরগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা, নড়িয়া উপজেলা মৎস্য কর্মকর্তা, নৌ পুলিশ ও থানা পুলিশ যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন।

জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ বৈরাগী সাংবাদিকদের জানান, আটককৃত জেলেদের মধ্যে ৯ জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেল জরিমানা করা হয়েছে। বাকি ৫ জনের বয়স কম থাকায় ছেড়ে দেয়া হয়েছে। আগামী ২৮ অক্টোবর পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে।

প্রজনন মৌসুম হওয়ায় ৭ থেকে ২৮ অক্টোবর পর্যন্ত ইলিশ শিকার, বিপণন ও মজুদ নিষিদ্ধ করেছে সরকার।

ইলিশের নিরাপদ প্রজননের লক্ষ্যে চাঁদপুর, লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম, কক্সবাজার, বরিশাল, ভোলা, পটুয়াখালী, বরগুনা, পিরোজপুর, ঝালকাঠি, বাগেরহাট, শরীয়তপুর,  ঢাকা, মাদারীপুর, ফরিদপুর, রাজবাড়ী, জামালপুর, নারায়ণগঞ্জ, নরসিংদী, মানিকগঞ্জ, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, মুন্সীগঞ্জ, খুলনা, সাতক্ষীরা, কুষ্টিয়া, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, সিরাজগঞ্জ, নাটোর, পাবনা, কুড়িগ্রাম, গাইবান্ধা, ব্রাহ্মণবাড়িয়া ও গোপালগঞ্জের সব নদ-নদীতে সব ধরনের মাছ ধরা বন্ধ ঘোষণা করা হয়েছে।

সুন্দরবনসহ সমুদ্র উপকূলীয় এলাকা এবং মোহনা এলাকায়ও এই ২২ দিন মাছ ধরা বন্ধ থাকবে।

আপনার মন্তব্য

আলোচিত