সিলেটটুডে ডেস্ক

২০ নভেম্বর, ২০১৮ ২০:১৪

বান্দরবানে বৈদ্যুতিক খুঁটিতে পর্যটক বাসের ধাক্কা, নিহত চালক

বান্দরবানে পর্যটকদের একটি বাস বিদ্যুতের খুঁটিকে ধাক্কা দিলে চালকের সহকারী নিহত হয়েছেন। এছাড়া এ দুর্ঘটনায় বাসের ২০ যাত্রী আহত হয়েছেন।

মঙ্গলবার (২০ নভেম্বর) বেলা ১১টার দিকে জেলা শহরের বাস স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম মোহাম্মদ রাজু (৩৬) বলে জানালেও পুলিশ তার ঠিকানা বলতে পারেনি।

হতাহত সবার বাড়ি খুলনার তেরখেদা উপজেলায় বলে পুলিশ জানিয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর থানার ওসি শহিদুল ইসলাম জানান, বাসটিতে করে ৫০ জন বেড়াতে এসেছিলেন। সকালে পাহাড় থেকে নামার সময় চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি একটি বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই চালকের সহকারী রাজু নিহত হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিস, সেনাসদস্য ও স্থানীয়রা গিয়ে আহতদের উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে পাঠায়।

ওসি আরও বলেন, পরে গুরুতর আহত চারজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তারা হলেন, শরিফুল শেখ (৩০), জানি শেখ (২১), মনির মুল্লা (৫৯) ও আরিফুল ইসলাম (৪০)।

আপনার মন্তব্য

আলোচিত