বেনাপোল প্রতিনিধি

৩০ নভেম্বর, ২০১৮ ১৫:২৮

৪০ হাজার ইউএস ডলারসহ ‘পাচারকারী’ আটক

যশোরের বেনাপোল সীমান্ত পথে পাচারের সময় ৪০ হাজার ইউএস ডলারসহ আবু জাহিদ (১৮) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

শুক্রবার (৩০ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় বেনাপোল সীমান্তের গাতিপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয় বলে নিশ্চিত করেন ৪৯ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল হক। আটক ডলার পাচারকারী জাহিদ বেনাপোলের বড়আঁচড়া গ্রামের সাহেব আলীর ছেলে।

বিজিবির এ কর্মকর্তা জানান, আটক যুবকের বিরুদ্ধে বৈদেশিক মুদ্রা পাচার আইনে মামলা দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে।

বিজিবি সূত্রে জানা যায়, বেনাপোল সীমান্ত পথে বিপুল পরিমাণে বৈদেশিক মুদ্রার একটি চালান পাচার হচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সীমান্তে নজরদারী বৃদ্ধিকরে। একপর্যায়ে ওই পাচারকারী সীমান্ত অতিক্রমের চেষ্টাকালে বিজিবি সদস্যরা গাতিপাড়া গ্রামের মসজিদের পাশ থেকে তাকে ধাওয়া দিয়ে আটক করে। এসময় তার শরীর তল্লাশি করে ৪০ হাজার ইউএস ডলার পাওয়া যায়। যা বাংলাদেশি টাকায় ৩৩ লাখ ৬০ হাজার টাকা।

আপনার মন্তব্য

আলোচিত