সিলেটটুডে ডেস্ক

০৭ মার্চ, ২০১৯ ১২:০৪

তেজগাঁওয়ে দুই ঘণ্টা শ্রমিক বিক্ষোভ, দুর্ভোগ

বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে রাজধানীর তেজগাঁওয়ের সাতরাস্তা মোড়ে অবস্থান নিয়ে দুই ঘণ্টা বিক্ষোভ করেছে কয়েকটি পোশাক কারখানার কয়েকশ শ্রমিক।

বৃহস্পতিবার (৭ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে শ্রমিকরা রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করলে যান চলাচল বন্ধ হয়ে যায়। সকাল পৌনে ১০টার দিকে তাদের সরিয়ে দেওয়া হলে আবার যানবাহন চলাচল শুরু হয়।

দিনের শুরুতে গুরুত্বপূর্ণ এই সড়কে দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়ে অফিস ও স্কুল কলেজগামী যাত্রীরা।

হলি ফ্যামিলি মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক লায়লা জানান, তেজগাঁও এসে হঠাৎ বিক্ষোভ দেখে তাকে বাড্ডা ঘুরে যেতে হয়েছে। ফলে সকাল ৯টার ক্লাসটি তিনি নিতে পারেননি।

ঢাকা মহানগর পুলিশের জ্যেষ্ঠ সহকারী কমিশনার (ট্রাফিক উত্তর) কাজী রোমানা নাসরিন বিষয়টি নিশ্চিত করেছেন।

আপনার মন্তব্য

আলোচিত