সিলেটটুডে ডেস্ক

১৭ জুন, ২০২০ ১৮:৫২

বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি করোনায় আক্রান্ত

বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি করোনায় আক্রান্ত হয়েছেন। তাকে চিকিৎসার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালে (সাবেক এ্যাপোলো হাসপাতাল) ভর্তি করা হচ্ছে। মন্ত্রীর একান্ত সচিব মোহাম্মদ মাসুকুর রহমান সিকদার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মন্ত্রীর নমুনা পরীক্ষা করিয়েছিলেন, আজ বুধবার ফলাফলে ‘পজিটিভ’ এসেছে। তবে তার কোন উপসর্গ নাই। তাকে কিছুক্ষণের মধ্যে এভারকেয়ার হাসপাতালে (সাবেক এ্যাপোলো হাসপাতাল) ভর্তি করানো হচ্ছে।

মন্ত্রী টিপু মুনশি সবার কাছে দোয়া চেয়েছেন বলেও জানান তিনি।

মন্ত্রিপরিষদে তিনি ছাড়াও করোনাভাইরাসে সংক্রমিত হয়ে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি আছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং। আর করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ।

আপনার মন্তব্য

আলোচিত