নিজস্ব প্রতিবেদক

০৭ আগস্ট, ২০২০ ২৩:০৪

ওসমানীর ল্যাবে আরও ৩৯ জনের করোনা শনাক্ত

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে আরও ৩৯ জনের করোনা শনাক্ত হয়েছে। শুক্রবার (৭ আগস্ট) নমুনা পরীক্ষায় তাদের করোনা শনাক্ত হয়।

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক হিমাংশু লাল রায় এ তথ্য নিশ্চিত করে বলেন, ওসমানীর ল্যাবে নমুনা পরীক্ষায় ৩৯ জন করোনাভাইনাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। শনাক্তদের মধ্যে সিলেট জেলায় ১৪ জন, সুনামগঞ্জ জেলায় দুইজন ও মৌলভীবাজার জেলার ২০ জন রয়েছেন।

সিলেট জেলায় শনাক্তদের মধ্যে ১১ জন সদর ও সিটি করপোরেশন এলাকার, দক্ষিণ সুরমার ২ জন, ফেঞ্চুগঞ্জের‍ ২ জন এবং বিয়ানীবাজার উপজেরায় একজন রয়েছেন।

এনিয়ে সিলেট জেলায় আক্রান্ত হলেন ৪ হাজার ৫৭৫ জন, সুনামগঞ্জে আক্রান্ত ১ হাজার ৫৯৮ জন, হবিগঞ্জে আক্রান্ত ১ হাজার ২৪৯ জন এবং মৌলভীবাজার জেলায় আক্রান্ত ১ হাজার ৭৭ জন।

করোনায় এ পর্যন্ত সিলেটে মারা গেছেন ১৫১ জন। এর মধ্যে সিলেট জেলায় মারা গেছেন ১১১ জন, সুনামগঞ্জে ১৬ জন, হবিগঞ্জে ১১ জন এবং মৌলভীবাজারে ১৩ জন।

আপনার মন্তব্য

আলোচিত