নিজস্ব প্রতিবেদক

০৬ নভেম্বর, ২০২০ ১৫:৪২

দেশে ২৪ ঘণ্টায় কমেছে মৃত্যু ও করোনায় আক্রান্তের সংখ্যা

গত চব্বিশ ঘণ্টায় দেশে করোনায় আরও ১৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনাভাইরাস শনাক্ত হয়েছে আরও ১ হাজার ৪৬৯ জনের দেহে। এছড়া একদিনে দেশে সুস্থ হয়েছেন ১ হাজার ৪৩৯ জন।

শুক্রবার (৬ নভেম্বর) বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, শুক্রবার সকাল আটটা পর্যন্ত দেশে করোনাভাইরাসে মোট সংক্রমিতের সংখ্যা ৪ লাখ ১৭ হাজার ৪৭৫ জন। এদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন মোট সুস্থ হয়েছেন ৩ লাখ ৩৫ হাজার ২৭ জন। এছাড়া দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬ হাজার ৩৬ জন।

বিজ্ঞাপন

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৫ জনের মধ্যে ১১ জন পুরুষ ও ৪ জন নারী। সবাই হাসপাতালে মারা গেছেন। যাদের মধ্যে ঢাকায় ৮ জন, চট্টগ্রামে ৫ জন, রংপুরে ১ জন ও ময়মনসিংহ বিভাগের ১ জন রয়েছেন।

এদিকে তাদের বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, ২১ থেকে ৩০ বছরের ১ জন, ৪১ থেকে ৫০ বয়সের মধ্যে ৪ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৫ জন, ৬০ বছরের ওপরে ৫ জন রয়েছেন।

এর আগে বৃহস্পতিবার (৫ নভেম্বর) দেশে আরো ১ হাজার ৮৪২ জনের দেহে করোনা শনাক্ত হয়। এ ছাড়া আক্রান্তদের মধ্যে মারা যান আরো ১৭ জন।

আপনার মন্তব্য

আলোচিত