সিলেটটুডে ডেস্ক

২৯ নভেম্বর, ২০২০ ০১:৩৯

চীনের বাইরে করোনা উৎপত্তির কথা পুরোপুরি অনুমাননির্ভর: ডব্লিউএইচও

বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরুরি বিভাগের শীর্ষ পর্যায়ের বিশেষজ্ঞ ড. মাইকেল রায়ান বলেছেন, চীন থেকে করোনাভাইরাসের উৎপত্তি হয়নি এমন কথা বলা একেবারে অনুমাননির্ভর।

গত শুক্রবার জেনেভায় এক ভার্চুয়াল ব্রিফিংয়ে রায়ান এ কথা বলেন। খবর রয়টার্সের

গত বছরের ডিসেম্বরে চীনের উহানের একটি বাজারে প্রথম করোনার সংক্রমণ শনাক্ত করা হয়। চীনের পক্ষ থেকে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে একটি বিবৃতি দেওয়া হচ্ছে, যাতে দাবি করা হচ্ছে, উহানে ভাইরাসটি আবিস্কারের আগেই অন্য দেশে এর অস্তিত্ব ছিল। উদাহরণ হিসেবে আমদানি করা হিমায়িত খাবারের প্যাকেটে এর উপস্থিতির বিষয়টি তুলে ধরা হচ্ছে। এর বাইরে গত বছর ইউরোপে এ ভাইরাস ছড়ানোর বিষয়টি গবেষণাপত্রের উদ্ধৃতি দিয়ে বোঝানো হচ্ছে।

চীনের বাইরে করোনাভাইরাসের উপস্থিতি নিয়ে মাইক রায়ানকে প্রশ্ন করা হলে তিনি বলেন, চীন থেকে করোনাভাইরাসের উৎপত্তি হয়নি, এমন কথা বলা আমাদের পক্ষে অনুমানমূলক হবে। সবার দৃষ্টিকোণ থেকে পরিষ্কার যে, ভাইরাসটি প্রথম কোথায় পাওয়া গিয়েছিল, সেখান থেকেই তদন্ত শুরু করাতে হবে। তদন্তে প্রমাণ পাওয়া গেলে তখন তা অন্য জায়গায় নিতে পারে।

আপনার মন্তব্য

আলোচিত