নিজস্ব প্রতিবেদক

১২ জানুয়ারি, ২০২১ ১৬:১৯

করোনাভাইরাস: আরও ১৬ মৃত্যু, শনাক্ত ৭১৮ জন

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১৬ জনের মৃত্যু হয়েছে,। একই সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছে আরও ৭১৮ জন। এই চব্বিশ ঘণ্টায় বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ৯৬৩ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন।

মঙ্গলবার (১২ জানুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
 
এতে বলা হয়, মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত দেশে শনাক্ত হওয়া আরও ৭১৮ জনকে নিয়ে মোট করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্তের সংখ্যা বেড়ে ৫ লাখ ২৪ হাজার ২০ জন হয়েছে।
 
একইসময়ে আরও ৯৬৩ জন রোগী সুস্থ হয়ে উঠার মধ্যে দিয়ে দেশে এখন পর্যন্ত সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৪ লাখ ৬৮ হাজার ৬৮১ জন হয়েছে।

আর গত একদিনে মারা যাওয়া ১৬ জনকে নিয়ে দেশে করোনাভাইরাসে মোট মৃতের সংখ্যা ৭ হাজার ৮১৯ জনে দাঁড়িয়েছে। নতুন মৃতদের মধ্যে মৃতদের মধ্যে পুরুষ ১০ জন, নারী ৬ জন।
 

আপনার মন্তব্য

আলোচিত