সিলেটটুডে ডেস্ক

১৩ জানুয়ারি, ২০২১ ২২:৫৮

করোনায় ঢাকা জেলার পিপি খন্দকার মান্নানের মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকা জেলার প্রধান সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট খন্দকার আবদুল মান্নান মারা গেছেন। ২০০৯ সাল থেকে তিনি ঢাকা জেলার পিপি পদে অধিষ্ঠিত ছিলেন।

বুধবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ঢাকার মহানগর দায়রা জজ আদালতের প্রধান সরকারি কৌঁসুলি (পিপি) আবদুল্লাহ আবু মৃত্যুর তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

আবদুল্লাহ আবু বলেন, করোনায় আক্রান্ত হয়ে বেশ কিছুদিন ধরে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন খন্দকার আবদুল মান্নান। সম্প্রতি তিনি করোনামুক্ত হন। কিন্তু করোনা–পরবর্তী অসুস্থতা কাটিয়ে উঠতে পারেননি তিনি। তাই হাসপাতালেই ছিলেন। সেখানেই তার মৃত্যু হয়।

পিপি আবদুল মান্নানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।

অ্যাডভোকেট খন্দকার আবদুল মান্নান একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির আইন সহায়তা কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

আপনার মন্তব্য

আলোচিত