০৯ এপ্রিল, ২০২১ ১৪:২২
ভারতের সেরাম ইন্সটিটিউট কর্তৃক উৎপাদিত অক্সফোর্ড বিশ্ববিদ্যায় ও অ্যাস্ট্রাজেনেকার উদ্ভাবিত করোনার টিকা কোভিশিল্ডের মেয়াদ ৬ মাস থেকে বাড়িয়ে ৯ মাস করার প্রস্তাব গ্রহণ করেনি বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
ভারতের গণমাধ্যমের খবরে বলা হয়, পুনের সেরাম ইনস্টিটিউটে উৎপাদিত টিকা কোভিশিল্ড উৎপাদনের তারিখ থেকে সর্বোচ্চ ৬ মাস পর্যন্ত ব্যবহার করা যায়। এ মেয়াদ বাড়িয়ে ৯ মাস করার আবেদন করেছিল সেরামের। এ জন্য ড্রাগস কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়া (ডিসিজিআই) বিশ্ব স্বাস্থ্য সংস্থায় প্রস্তাব পাঠায়। আলোচনার পর এ প্রস্তাব নাকচ করে দিয়েছে সংস্থাটি।
গত ফেব্রুয়ারিতে সেরামকে একটি চিঠি পাঠায় ডিসিজিআই। চিঠিতে ডিসিজিআইয়ের প্রধান ভি জি সোমানি জানান, টিকার মেয়াদ বাড়িয়ে ৬ মাস থেকে ৯ মাস করার প্রস্তাবে প্রতিষ্ঠানটির আপত্তি নেই। এতে টিকার অপচয় কমার সুযোগ বাড়বে। তবে ডব্লিউএইচওর আপত্তিতে সেরামে উৎপাদিত টিকার মেয়াদ বাড়ানোর পথ আপাতত রুদ্ধ হয়ে গেল।
আপনার মন্তব্য