আন্তর্জাতিক ডেস্ক

১৫ এপ্রিল, ২০২১ ১৩:৩০

করোনার ব্রাজিলের ধরনটি আরও বেশি বিপজ্জনক: গবেষণা

বিশ্বব্যাপী করোনাভাইরাস আরও নিত্যনতুন রূপ ধারণ করছে। সম্প্রতি ব্রাজিলের পি১ করোনাভাইরাসের ধরনটি আন্তর্জাতিক পরিসরে রীতিমত ভয়ংকর রূপ ধারণ করেছে। এমনকি এ ভাইরাসটির পরিবর্তিত রূপ করোনাভাইরাসের অ্যান্টিবডিকেও এড়িয়ে মানবদেহে প্রবেশ করতে সক্ষম।

বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, সম্প্রতি শঙ্কার কারণ হয়ে দাঁড়িয়েছে ভাইরাসের এ ধরনটি।

ব্রাজিলের জনস্বাস্থ্য ইনস্টিটিউট ফিয়োক্রুজের গবেষক ফেলিপে নাভেকা জানান, অ্যান্টিবডির প্রতিক্রিয়া এড়াতে ভাইরাসটি ফাঁকি দেওয়ার আরেকটি কৌশল তৈরি করছে বলে আমাদের ধারণা।

প্রসঙ্গত, এ ভাইরাসটি অল্পবয়সীদের জন্য বেশি ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে বলেও মনে করছেন গবেষকরা। তাদের মতে, মার্চে দেশটির হাসপাতালে যত রোগী দেখা গেছে, তাদের ভেতর আইসিইউতে থাকা অর্ধেকেরও বেশি রোগীর বয়স ৪০ কিংবা তারও নিচে।

আপনার মন্তব্য

আলোচিত