আন্তর্জাতিক ডেস্ক

০৪ মে, ২০২১ ১১:২৬

ভারতে ২ কোটি ছাড়াল করোনা শনাক্ত

ভারতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। টানা কয়েক সপ্তাহ ধরেই দেশটিতে সংক্রমণের ঊর্ধ্বগতি লক্ষ্য করা যাচ্ছে। কোনভাবেই যেন দেশটিতে করোনার লাগাম টানা যাচ্ছে না। ইতোমধ্যেই দেশটিতে সংক্রমণ ২ কোটি ছাড়িয়ে গেছে।

মঙ্গলবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ভারতে ৩ লাখ ৫৫ হাজার ৮২৮ জন রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট সংক্রমণ ২ কোটি ২ লাখ ৭৫ হাজার ৫৪৩ জনে দাঁড়িয়েছে।

গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় আরও ৩ হাজার ৪৩৮ জনের মৃত্যু হয়েছে। মোট মৃত্যু দাঁড়িয়েছে ২ লাখ ২২ হাজার ৩৮৩ জনে।

করোনার সংক্রমণ ও মৃত্যুতে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ৩ কোটি ৩২ লাখ ৩০ হাজার ৫৬১ জন রোগী শনাক্ত হয়েছে। মারা গেছেন ৫ লাখ ৯১ হাজার ৫১৪ জন।

করোনা সংক্রমণে ভারতের অবস্থান বিশ্বে দ্বিতীয়। আর মৃত্যুতে দক্ষিণ এশিয়ার দেশটির অবস্থান তৃতীয়।

মোট ১ কোটি ৪৭ লাখ ৯১ হাজার ৪৩৪ জন শনাক্ত রোগী নিয়ে সংক্রমণে তৃতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। তবে ৪ লাখ ৮ হাজার ৮২৯ মৃত্যু নিয়ে বিশ্বে দ্বিতীয় অবস্থানে রয়েছে লাতিন আমেরিকার দেশটি।

এদিকে করোনার বৈশ্বিক সংক্রমণ ১৫ কোটি ৪১ লাখ ৭৮ হাজার ছাড়িয়ে গেছে। এখন পর্যন্ত মারা গেছেন ৩২ লাখ ২৬ হাজার ৮৭৫ জন রোগী। সুস্থ হয়ে উঠেছেন প্রায় ১৩ কোটি ১৫ লাখ ৭৪ হাজার জন।

আপনার মন্তব্য

আলোচিত