আন্তর্জাতিক ডেস্ক

০৬ জুন, ২০২১ ১৩:৫৯

ভারতে দুই মাসের মধ্যে সর্বনিম্ন দৈনিক শনাক্ত

করোনাভাইরাসের (কোভিড-১৯) দ্বিতীয় ঢেউয়ে বিধ্বস্ত ভারতে কয়েক দিন ধরে কমছে করোনার দৈনিক শনাক্ত। দুই মাস পর দেশটিতে দৈনিক সংক্রমণ ১ লাখ ১৫ হাজারের নিচে নেমেছে।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় রবিবার জানায়, গত ২৪ ঘণ্টায় ১ লাখ ১৪ হাজার ৪৬০ জন রোগী শনাক্ত হয়েছে যা দুই মাস পর সর্বনিম্ন।

আগের দিন দৈনিক আক্রান্ত নেমেছিল ১ লাখ ২০ হাজারে। গত ৬ এপ্রিল শেষবার ১ লাখ ১৫ হাজারের নিচে ছিল দৈনিক সংক্রমণ।

গত ২৪ ঘণ্টায় দৈনিক মৃত্যু ৩ হাজারের নিচে নেমেছে। একদিনে ২ হাজার ৬৭৭ জনের মৃত্যু হয়েছে।

এ নিয়ে ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ২ কোটি ৮৮ লাখ ৯ হাজার ৩৩৯ হয়েছে। এখন পর্যন্ত মারা গেছেন ৩ লাখ ৪৬ হাজার ৭৫৯ জন।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ১ লাখ ৮৯ হাজার ২৩২ জন। এই মুহূর্তে মোট সক্রিয় রোগীর সংখ্যা ১৪ লাখ ৭৭ হাজার ৭৯৯ জন।

অন্যদিকে একদিনে আরও ৩৩ লাখ ৫৩ হাজার ৫৩৯ জনকে টিকা দেওয়া হয়েছে। এখন পর্যন্ত ২৩ কোটি ১৩ লাখ ২২ হাজার ৪১৭ জন টিকা পেয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত