আন্তর্জাতিক ডেস্ক

০৭ জুন, ২০২১ ১২:১০

ভারতে করোনার দাপট কমতে শুরু করেছে

ভারতে করোনাভাইরাসের দাপট কিছুটা কমতে শুরু করেছে। যেখানে প্রায় প্রতিদিনই চার হাজারের মতো মৃত্যু এবং চার লাখের মতো শনাক্ত হচ্ছিল এতদিন; সেই সংখ্যা কমতে কমতে মৃত্যু আড়াই হাজার এবং শনাক্ত এক লাখে নেমেছে এবার।

গত ২৪ ঘণ্টা অর্থ্যাৎ এক দিনে দেশটিতে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে এক লাখ ৬৩৬ জনের শরীরে। এই সময়ের মধ্যে মৃত্যু হয়েছে ২ হাজার ৪২৭ জনের। কর্তৃপক্ষের বরাত দিয়ে সোমবার সকালে এতথ্য জানিয়েছে আনন্দবাজার পত্রিকাসহ একাধিক সংবাদ মাধ্যম।

গত ৫ এপ্রিল ভারতে আক্রান্তের সংখ্যা প্রথমবার ১ লাখ পেরিয়েছিল। তার পর তা পৌঁছে গিয়েছিল ৪ লাখে। আর ২৩ এপ্রিলের পর এবার মৃতের সংখ্যা আড়াই হাজারের নিচে নামলো।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে, ভারতে সবমিলিয়ে এখন পর্যন্ত প্রাণ কেড়েছে ৩ লাখ ৪৯ হাজার ১৮৬ জনের। আক্রান্তের সংখ্যা ২ কোটি ৮৯ লাখ ছাড়িয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত