আন্তর্জাতিক ডেস্ক

১২ জুন, ২০২১ ১২:০৮

ভারতে করোনায় আরও ৪ সহস্রাধিক মৃত্যু

করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের প্রকোপ ভারতে অনেকটা কমতির দিকে থাকলেও মৃত্যুর সংখ্যা এখনও উদ্বেগজনক পর্যায়েই রয়েছে। করোনায় আক্রান্তদের মধ্যে ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে আরও ৪ হাজার ২ জনের। আর একই সময়ের হিসাবে দুই মাসের বেশি সময় পর ৯০ হাজারের কম মানুষের শরীরে করোনার সংক্রমণ দেখল দেশটি।

ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে হিন্দুস্তান টাইমস জানিয়েছে, গত এক দিনে করোনার সংক্রমণ পাওয়া গেছে ৮৪ হাজার ৩৩২ জনের দেহে, যা গত ৭০ দিনের মধ্যে সর্বনিম্ন।

সংক্রমণ কমে আসাকে স্বস্তি হিসেবে দেখা হচ্ছে। দেশটিতে মোট করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৯৩ লাখ ৫৯ হাজার ১৫৫ জনে। এর মধ্যে মৃত্যু হয়েছে ৩ লাখ ৬৭ হাজার ৮১ জনের।

এদিকে এক দিনে সুস্থ হয়েছেন আরও ১ লাখ ২১ হাজার ৩১১ জন। মোট সুস্থের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৭৯ লাখ ১১ হাজার ৩৮৪ জন। করোনার প্রকোপ কমে আসায় এই ভাইরাসে আক্রান্ত চিকিৎসাধীন রোগীর সংখ্যাও নিয়ন্ত্রণে চলে এসেছে।

দেশটিতে বর্তমানে চিকিৎসাধীন করোনারোগী রয়েছেন ১০ লাখ ৮০ হাজার ৬৭০ জন, যা মোট আক্রান্ত রোগীর ৩ দশমিক ৮৩ শতাংশ।

করোনার দ্বিতীয় ঢেউ অনেকটা নিয়ন্ত্রণে চলে আসার পথে থাকলেও জনসাধারণকে স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে চলতে পরামর্শ দিয়ে যাচ্ছে ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়।

এ ব্যাপারে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে যুগ্ম সচিব লাভ আগারওয়াল বলেন, ‘কোভিড থেকে সুরক্ষায় আমাদের দৈনন্দিন চলাফেরায় যথাযথ আচরণ অব্যাহত রাখতে হবে। যদিও সংক্রমণ পরিস্থিতি নিম্নগামী হয়ে এসেছে, করোনা আর ছড়াচ্ছে না, আমাদের এ বিষয়টি নিশ্চিত হতে হবে।’

আপনার মন্তব্য

আলোচিত