সিলেটটুডে ডেস্ক

১৯ জুন, ২০২১ ১১:৩২

খুলনায় করোনা হাস্পাতালে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু

খুলনা করোনা হাসপাতালে গত চব্বিশ ঘণ্টায় সর্বোচ্চ ১১ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত ও উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এছাড়া আইসিইউতে রয়েছেন ১৯ জন।

শনিবার (১৯ জুন) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন খুলনা করোনা হাসপাতালের ফোকাল পার্সন ও খুমেক হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. সুহাস রঞ্জন হালদার।

তিনি জানান, গত ২৪ ঘন্টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১১ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে ৮ জন করোনা আক্রান্ত হয়ে এবং ৩ জন উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছেন।

এছাড়া হাসপাতালে সকাল ৮ টা পর্যন্ত ১৫৫ জন রোগী ভর্তি ছিল। যার মধ্যে রেডজোনে ৯৫ জন, ইয়ালোজোনে ২১ জন, এইচডিইউতে ২০ জন এবং আইসিইউতে ১৯ জন চিকিৎসাধীন। গত ২৪ ঘন্টায় নতুন করে ভর্তি হয়েছেন ৪১ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৪ জন।

খুলনা করোনা হাসপাতাল সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃতদের মধ্যে সাতক্ষীরার ৩, যশোর ও খুলনার ২ ও পিরোজপুরের ১ জন রয়েছেন।

আপনার মন্তব্য

আলোচিত