নিজস্ব প্রতিবেদক

০৫ অক্টোবর, ২০২২ ২০:২৬

৫৪৯ জনের করোনা শনাক্ত, মৃত্যু ২ জনের

দেশে সর্বশেষ ২৪ ঘণ্টায় (গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত) করোনার সংক্রমণে দুজনের মৃত্যু হয়েছে। এ সময় করোনা শনাক্ত হয়েছে ৫৪৯ জনের। আগের দিন করোনায় একজনের মৃত্যু হয়। রোগী শনাক্ত হন ৬৫৭ জন।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৩ হাজার ৯৬১টি নমুনা পরীক্ষা করা হয়।

পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার দাঁড়িয়েছে ১৩ দশমিক ৮৬ শতাংশ। আগের দিন এ হার ছিল ১৩ দশমিক ৮০।

এখন পর্যন্ত দেশে ২০ লাখ ২৮ হাজার ১১৪ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনা থেকে সুস্থ হয়েছেন ১৯ লাখ ৭৩ হাজার ৬৯ জন। এ পর্যন্ত মারা গেছেন ২৯ হাজার ৩৭৪ জন।

গত ২৪ ঘণ্টায় করোনায় মারা যাওয়া দুজন ঢাকা ও খুলনা বিভাগের বাসিন্দা ছিলেন।

দেশে প্রথম করোনা শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। প্রথম মৃত্যু তথ্য জানা যায় ওই মাসের ১৮ তারিখে।

আপনার মন্তব্য

আলোচিত