নিজস্ব প্রতিবেদক

১০ অক্টোবর, ২০২২ ১৯:৪৯

করোনায় ৩ মৃত্যু, শনাক্ত ৩৬৭

দেশে সর্বশেষ ২৪ ঘণ্টায় (রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত) করোনা সংক্রমণে তিনজনের মৃত্যু হয়েছে। এ সময় করোনা শনাক্ত হয়েছে ৩৬৭ জনের। আগের দিন করোনায় একজনের মৃত্যু হয়। আর ৪০৯ জনের করোনা শনাক্ত হয়েছিল।

সোমবার (১০ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৩ হাজার ৯৯৪টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার দাঁড়িয়েছে ৯ দশমিক ১৯। আগের দিন এই হার ছিল ৯ দশমিক ৯৪।

এখন পর্যন্ত দেশে ২০ লাখ ৩০ হাজার ৯০ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনা থেকে সুস্থ হয়েছেন ১৯ লাখ ৭০ হাজার ৬৩৯ জন। এ পর্যন্ত মারা গেছেন ২৯ হাজার ৩৮১ জন।

গত ২৪ ঘণ্টায় করোনায় যে ৩ জনের মৃত্যু হয়েছে, তাঁদের মধ্যে দুজন ঢাকা বিভাগের ও একজন বরিশাল বিভাগের বাসিন্দা।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে দেখা যায়, সর্বশেষ সপ্তাহে (৩ থেকে ৯ অক্টোবর পর্যন্ত) করোনায় ১২ জনের মৃত্যু হয়েছে। আগের সপ্তাহে (২৬ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর) মৃত্যুর সংখ্যা ছিল ১৬ জন। সর্বশেষ সপ্তাহে শনাক্তের হার আগের সপ্তাহের তুলনায় কমেছে ২২ দশমিক ৪ শতাংশ।

দেশে প্রথম করোনা শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। এর ১০ দিন পর ১৮ মার্চ প্রথম মৃত্যুর তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

আপনার মন্তব্য

আলোচিত