নিজস্ব প্রতিবেদক

২৯ এপ্রিল, ২০২০ ১৪:৫০

করোনা আপডেট: ২৪ ঘণ্টায় শনাক্ত ৬৪১, সুস্থ ১১, মৃত ৮

দেশে গত ২৪ ঘণ্টায় দেশে মোট ৬৪১ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। এ নিয়ে সরকারি হিসাবে দেশে এই রোগে আক্রান্ত রোগীর সংখ্যা হলো ৭ হাজার ১০৩ জন।

এছাড়া এই সময়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১৬৩ জন।

এই সময়ে দেশে আরও ১১ জন রোগী সুস্থ হয়েছেন; এনিয়ে সুস্থতার সংখ্যা গিয়ে দাঁড়াল ১৫০।

বিজ্ঞাপন

বুধবার (২৯ এপ্রিল) দুপুর আড়াইটায় দেশের কোভিড-১৯ সম্পর্কিত সার্বিক পরিস্থিতি জানাতে স্বাস্থ্য বুলেটিনের অনলাইনে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

ডা. নাসিমা সুলতানা বলেন, গত ২৪ ঘণ্টায় সারাদেশে ৪ হাজার ৯৬৮টি নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষায় কোভিড-১৯ পজিটিভ হয়েছেন ৬৪১ জন। গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আট জন।

মৃতদের তথ্য তুলে ধরে তিনি বলেন, আট জনের মধ্যে ছয় জন পুরুষ, দুই জন নারী। এর মধ্যে ছয় জন ঢাকার, বাকি দু’জন ঢাকার বাইরের।

গত ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্তের তথ্য জানায় আইইডিসিআর। ১৮ মার্চ দেশে করোনায় প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।

এদিকে, ওয়ার্ল্ডওমিটারের তথ্য অনুযায়ী বুধবার বেলা পৌনে তিনটা পর্যন্ত সারাবিশ্বে আক্রান্ত রোগীর সংখ্যা ৩১ লাখ ৪৬ হাজার ৯৮২ জন। এদের মধ্যে মারা গেছেন ২ লাখ ১৮ হাজার ১৭৯ জন, এবং সুস্থ হয়ে ওঠেছেন ৯ লাখ ৬১ হাজার ৮৬০ জন।

ভারতে আক্রান্ত হয়েছেন ৩১ হাজার ৩৩২ জন, এদের মধ্যে মারা গেছেন ১ হাজার ৮ জন, আর সুস্থ হয়ে ফিরেছেন ৭ হাজার ৭৪৭ জন।

পাকিস্তানে আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ৮৮৫ জন, এদের মধ্যে মারা গেছেন ৩২৭ জন, আর সুস্থ হয়ে ফিরেছেন ৩ হাজার ৪২৫ জন।

আপনার মন্তব্য

আলোচিত