সিলেটটুডে ডেস্ক

২৯ ডিসেম্বর, ২০১৮ ১৫:৩৫

‘অতি উৎসাহের কারণে’ কেন্দ্র ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে: ডিএমপি কমিশনার

ঢাকার পুলিশ কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া বলেছেন, ঢাকা সিটি করপোরেশনের কোনো কেন্দ্রই ঝুঁকিপূর্ণ নয়।

শনিবার (২৯ ডিসেম্বর) দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, ঢাকা মহানগরে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। কোনো ধরনের নৈরাজ্য করলে তা কঠোর হস্তে দমন করা হবে।

মো. আছাদুজ্জামান মিয়া বলেন, প্রার্থী ও এজেন্টদের ‘অতি উৎসাহের কারণে’ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে।

ভোট ঘিরে গুজব ছড়ানো প্রসঙ্গে পুলিশ কমিশনার বলেন, একটি স্বার্থান্বেষী মহল গুজব রটায়। এজন্য সাইবার ক্রাইম ইউনিট ও গোয়েন্দা সংস্থা কাজ করছে। অন্যান্য বাহিনীর সঙ্গে চমৎকার সমন্বয় করে পুলিশ কাজ করছে।

রোববার সারা দেশে যে ২৯৯ আসনে ভোট হচ্ছে তার মধ্যে ঢাকা জেলায় পড়েছে ২০টি। আর ঢাকা মহানগরের ১৫টি আসনে দুই হাজার ১১৩টি কেন্দ্রে ভোট নেওয়ার সব প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন।

আপনার মন্তব্য

আলোচিত