নিজস্ব প্রতিবেদক

৩১ ডিসেম্বর, ২০১৮ ১০:৪৪

জাতীয় ঐক্যফ্রন্টে জিতলেন যারা

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বেশির ভাগ আসনেই জয় পেয়েছে নৌকা। আসন জয়ের দিক থেকে নৌকার পরেই লাঙলের অবস্থান। আর এর পরের স্থানে আছে জাতীয় ঐক্যফ্রন্ট।

সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী ২৯৮টি আসনের ফলাফলে নৌকা জিতেছে ২৬৬ আসনে। অন্যদিকে রাজনীতিতে আওয়ামী লীগের প্রধান প্রতিদ্বন্দ্বী জোট জাতীয় ঐক্যফ্রন্ট জয় পেয়েছে ৭টি আসনে। তিনটি আসন পেয়েছে অন্যান্য দল। আর মহাজোটের লাঙল জয় পেয়েছে ২২ আসনে।

জাতীয় ঐক্যফ্রন্টে ধানের শীষ প্রতীক নিয়ে জয় পেয়েছে ৬টি আসনে। আর একটি আসনে জয় পেয়েছেন গণফোরামের উদীয়মান সূর্য প্রতীকের প্রার্থী।

রাজশাহী বিভাগে ৪টি আসনে জয় পেয়েছে ধানের শীষ। এগুলো হলো: মির্জা ফখরুল ইসলাম আলমগীর (বগুড়া-৬), মোশাররফ হোসেন (বগুড়া-৪), আমিনুল ইসলাম (চাঁপাইনবাবগঞ্জ-২) ও হারুনুর রশীদ (চাঁপাইনবাবগঞ্জ-৩)।

অন্যদিকে রংপুরের ঠাকুরগাঁও-৩ আসনে ধানের শীষে জয় পেয়েছেন জাহিদুর রহমান ।

সিলেট বিভাগের মৌলভীবাজার-২ আসনে জয় পেয়েছেন ঐক্যফ্রন্টের ধানের শীষের প্রার্থী সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ। আর সিলেট-২ আসনে জয় পেয়েছেন উদীয়মান সূর্য প্রতীকের প্রার্থী গণফোরামের মুকাব্বির খান।

ঢাকা, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, ময়মনসিংহ বিভাগের কোন আসনে জয়ের মুখ দেখতে পারেনি নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট।


আপনার মন্তব্য

আলোচিত