নিজস্ব প্রতিবেদক

৩১ ডিসেম্বর, ২০১৮ ১১:৩৫

বাসায় গিয়ে মুক্তাদিরের দেখা পাননি মোমেন

সিলেট-১ আসনের আওয়ামী লীগের বিজয়ী প্রার্থী ড. এ কে আব্দুল মোমেন তার প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী খন্দকার মুক্তাদিরের সাথে সাক্ষাৎ করার জন্য তার বাসায় গিয়িছেলন। তবে বাসায় না থাকায় তখন মুক্তাদিরের সাথে দেখভা হয়নি তাঁর। তবে এ সময় গণমাশ্যমের সাথে আলাপকালে মুক্তাদিরকে সাথে নিয়ে সিলেটের উন্নয়নে কাজ করার কথা জানান মোমেন।

সোমবার (৩১ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে মুক্তাদিরের বাসায় যান তিনি।

এ সময় তিনি মুক্তাদিরের বাসায় বসে তার সাথে ফোনে যোগাযোগ করেন মোমেন। সিলেটের উন্নয়নে মুক্তাদিরকে সাথে নিয়েই কাজ করবেন বলেও জানান তিনি।

মুক্তাদির বাসায় না থাকায় তার সাথে দেখা হয়নি। এ সময় মুক্তাদিরের পরিবারের সদস্যদের সাথে কুশল বিনিময় করেছেন মোমেন।

মর্যাদাপূর্ণ সিলেট-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন আওয়ামী লীগের ড. এ কে আব্দুল মোমেন ও বিএনপির খন্দকার আব্দুল মুক্তাদির।

এ সময় মুক্তাদিরের পরিবারের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন- খন্দকার আব্দুল মাজিদ, আব্দুল হাফিজ, আব্দুল হামিদসহ অন্যান্যরা।

প্রসঙ্গত, সিলেট-১ আসনে দ্বিগুনের চেয়ে বেশি ভোটের ব্যবধানে জয় লাভ করেছেন আওয়ামী লীগের প্রার্থী ড. একে আব্দুল মোমেন। ১ লাখ ৭৪ হাজার ৮ শত ৪৫ ভোটের ব্যবধানে জয় লাভ করেন অর্থমন্ত্রীর এই অনুজ।

ড. এ কে আব্দুল মোমেন পেয়েছেন ৩ লাখ ১ হাজার ২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির পেয়েছেন ১ লাখ ২১ হাজার ১৯ ভোট।

আপনার মন্তব্য

আলোচিত