
২৬ ফেব্রুয়ারি , ২০২৩ ২১:২৫
দানিয়েলা শাভেজ নামের কাউকে চেনার কথা না অনেকেরই, তবে তার দাবি সময়ের সেরা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদোর ‘অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও আছে’ তার কাছে।
৩৭ বছর বয়েসি দানিয়েলা শাভেজ লাতিন অঞ্চলের দেশ চিলির একটি ফুটবল ক্লাবের মালিক। অভিনেত্রী, গায়িকা ও মডেলও তিনি দেশটির।
একবার নাকি তার ইচ্ছা হয়েছিল ক্রিশ্চিয়ানো রোনালদোর সঙ্গে অন্তরঙ্গ মুহূর্ত কাটানোর। তার দাবি সেটা করেছেনও তিনি। সেই মুহূর্তের ভিডিও করে রেখেছেন তিনি।
শনিবার টুইট করেছেন তিনি। সামনে এনেছেন রোনালদোর সঙ্গে তার সম্পর্ক থাকার বিষয়টি।
ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ, জুভেন্টাস হয়ে ফের ম্যানচেস্টার ইউনাইটেড অধ্যায় সেরে এসেছেন তিনি এশিয়ার সৌদি আরবের আল নাসরে খেলতে। দীর্ঘদিনের বান্ধবী জর্জিনা রদ্রিগেজ আর সন্তানদের নিয়ে থিতু হয়েছেন সৌদি আরবে।
টুইটে শাভেজ লিখেছেন, তার সঙ্গে রোনালদোর ভালোবাসার কোনো সম্পর্ক নেই। তার আর রোনালদোর মধ্যে যা হয়েছে, সেটাতে জর্জিনাকে রোনালদোর ঠকানোর কোনো প্রশ্নও উঠতে পারে না বলে মনে করেন শাভেজ।
অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও আছে বললেও সেটা প্রকাশ করতে চান না শাভজ। রোনালদোর ব্যক্তিগত গোপনীয়তা নষ্ট করতে চান না বলে তিনি সেই ভিডিও প্রকাশ করবেন না মন্তব্য এই মডেলের!
আপনার মন্তব্য