সোশ্যাল মিডিয়া ডেস্ক

১৫ মার্চ, ২০১৭ ১৯:০২

কবিতায় চাওয়া মৃত্যুকেই আলিঙ্গন করলেন শান্তা

তাসমিয়া শান্তা এক প্রাণোচ্ছ্বল তরুণী। নিয়মিত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছিলো তার আনাগোনা। কবিতা লিখতেন। সেই শান্তা আর কবিতা লিখবেন না! 

গত রাতে (মঙ্গলবার) আত্মহত্যা করেছেন তাসমিয়া শান্তা। এর আগে ফেসবুকে পোস্ট করেছেন নিজের লেখা কবিতা। তার সেই আবেগঘন কবিতা সবাই শেয়ার করছেন ফেসবুকে। কেউ কেউ দুঃখ প্রকাশ করছেন, আর অনেকেই হতাশা ব্যক্ত করছেন এমন আত্মহত্যার সিদ্ধান্তে। এমন মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছেন না সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা।

'দ্বিধা' শিরোনামের কবিতায় তাসমিয়া শান্তা লিখেছেন-

'যদি শারীরিক মৃত্যু শেষেও আবার ইচ্ছে হলে পৃথিবীতে
ফিরে আসা যেত,
আমি মরে যেতাম- কয়েক হাজার বার।
আমি মরে যেতাম,
যখন অন্য কাউকে তুমি প্রবল আবেগে চুমু খাও,
হাত ধরো, ভালবাসি বলো!
যখন, হুডতোলা রিকশায় বসে,
অন্যকারো চোখে পৃথিবী দেখো
তুমুল প্রেমে মাতাল হও,
যখন, অন্যকারো সমান্তরালে,
ফুটপাত ধরে হেটে যাও!
বিশ্বাস করো,আমি মরে যেতাম,
যখন অন্যকেউ তোমার জন্য শাড়ী পড়ে,
চোখে কাজল টানে, গুনগুনিয়ে গান গায়,
রাত-বিরাতে আয়না দেখে, মনের কোনায় স্বপ্ন সাজায়!
যখন তুমি অন্যকারো স্তনে মুখ গুজে আমাকে পরিচয় করিয়ে
দাও, বোন অথবা প্রাক্তন প্রেমিকা হিসাবে।
কোন কোন সময়,
আমার বেঁচে থাকতে কি যে অসহ্য লাগে!
আমি হন্যে হয়ে মুক্তি খুঁজি, মৃত্যুর কাছে।
চোখে-মুখে কপট শৈল্পিকতা এনে,
পৃথিবীর সমস্ত পিছুটান উপড়ে ফেলি,
সম্ভাবনাময় কচি বৃক্ষের মতন।
অবশেষে, মৃত্যুর দুয়ারে কড়া নাড়তেই,
আমার তোমাকে মনে পড়ে।
আমার মনে হয়, আজ বিকেলে খবর নেওয়া হয়নি, ঘুমিয়েছো
কিনা!
রাতের খাবার কি,
শরীরটা ভালো কিনা,
বলা হয়নি,
আজ সারাদিন কি কি করলাম,
কোথায় গেলাম,
কে ফোন দিলো,
নতুন কি দেখলাম
বলা হয়নি, আমার তোমাকেই চাই!
এখন আমি কি করবো বলো?
তোমাকে তো পেছনে ফেলতে পারি না!
অমন করে চোখে সেঁটে থাকলে
পেছনে ফেলবো কি করে বলো?
এই কথা দিচ্ছি,
একবার তোমাকে পেছনে ফেলতে পারলেই,
ভালবেসে মৃত্যুকে আলিঙ্গন করবো, বিনা সংশয়ে।'

আপনার মন্তব্য

আলোচিত