লন্ডন প্রতিনিধি

০২ মার্চ, ২০১৫ ১৯:১৬

অভিজিৎ হত্যার প্রতিবাদে লন্ডনে সমাবেশ

মুক্তমনা লেখক এবং ব্লগার যুক্তরাষ্ট্র প্রবাসী অভিজিৎ রায়ের খুনিদের দ্রুত গ্রেফতার, দেশের মানুষের নিরাপত্তা এবং দেশ থেকে সকল ধরনের জঙ্গি সন্ত্রাসীদের নির্মূলের দাবী জানিয়ে সোমবার লন্ডন সময় বিকাল ৬টায় পূর্ব লন্ডনের হ্যানবেরি স্ট্রিটে সর্বদলীয় “ইউকে অল পার্টি এলায়েন্স এগেইনেস্ট ভায়োলেন্স এন্ড টেররিজম ইন বাংলাদেশ ” আয়োজন করছে একটি প্রতিবাদ সভাl

“ইউকে অল পার্টি এলায়েন্স এগেইনেস্ট ভায়োলেন্স এন্ড টেররিজম ইন বাংলাদেশ” এর সমন্বয়ক সাজিদুর রহমান ফারুক জানান- দেশব্যাপী জামায়াতি জঙ্গিদের নৈরাজ্য এবং অভিজিৎ রায়ের খুন অভিন্ন ঘটনা l বিভিন্ন ভাবে বিভিন্ন কৌশলে একাত্তরের পরাজিত গোষ্ঠী দেশে অরাজকতা সৃষ্টি করে, মুক্তচিন্তা কে খুন করে দেশ কে পাকিস্থান কিংবা আফগানিস্থান বানাতে চায় l

“ইউকে অল পার্টি এলায়েন্স এগেইনেস্ট ভায়োলেন্স এন্ড টেররিজম ইন বাংলাদেশ” ব্রিটেনে বসবাসরত বিভিন্ন শ্রেণী পেশার মানুষের উপস্থিতি ও জঙ্গি বাদের বিরুদ্ধে অবস্থান নেবার আহবান জানাচ্ছে l

উল্লেখ্য গত ২৬ ফেব্রুয়ারি রাত নয়টার সময় মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা ব্লগার ও লেখক প্রকৌশলী ড. অভিজিৎ রায় ও তার স্ত্রী ব্লগার রাফিদা আহমেদ বন্যাকে টিএসসির পাশে সোহরাওয়ার্দী উদ্যানের ৩ নম্বর গেটের সামনে দুর্বৃত্তরা কুপিয়ে জখম করে। গুরুতর আহতবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর রাত ১০.২৫ মিনিটের সময় মারা যান অভিজিৎ রায়।

 

 

আপনার মন্তব্য

আলোচিত