সিলেটটুডে ডেস্ক

২৩ এপ্রিল, ২০১৮ ১৬:৪০

ইইউ আওয়ামী লীগের নতুন সহসভাপতি নজরুল ইসলামকে অভিনন্দন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা লন্ডন সফরকালে ইইউ আওয়ামী লীগের নতুন সহসভাপতি হিসেবে এম. নজরুল ইসলামকে নিয়োগ দেয়ায় অভিনন্দন জানিয়েছেন ডেনমার্ক আওয়ামী লীগের সভাপতি ইকবাল হোসেন মিঠু ও সাধারণ সম্পাদক ড.বিদ্যুৎ বড়ুয়া।

সোমবার (২৩ এপ্রিল) গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ অভিনন্দন জানান তাঁরা।

বিবৃতিতে তাঁরা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইউরোপ আওয়ামী লীগকে গতিশীল ও শক্তিশালী করার লক্ষে ইউরোপ আওয়ামী লীগের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য আহবান জানিয়েছেন।

তাঁরা আরো বলেন, আগামী দিনে ইউরোপিয়ান আওয়ামী লীগ আরো বেশি উজ্জীবিত ও শক্তিশালী হবে। একজন বিশ্বস্ত কর্মীকে ইউরোপ আওয়ামী লীগে নিয়োগ প্রদান করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি বার্তা দিয়েছেন আগামী দিনে ত্যাগী, কর্মঠ ও বিশ্বস্ত কর্মীদের মূল্যায়ন করবেন।

উল্লেখ্য, এম. নজরুল ইসলাম দীর্ঘদিন ইউরোপ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক পদে কাজ করে আসছেন। এছাড়া ডেনমার্ক প্রবাসী ড. বিদ্যুৎ বড়ুয়া সাংগঠনিক সম্পাদক হিসেবে কাজ করছেন।

এছাড়া ও বিবৃতিতে সম্মতি জানিয়েছেন জাহাঙ্গীর আলম, মোতালেব হোসেন, হিল্লোল বড়ুয়া, মোহাম্মদ ইউসুফ, আহসানউজ্জামান, ফাহমিদ আল মাহিদ, আব্দুল আল জাহিদ, আমির জীবন ডেনমার্ক ছাত্রলীগ সভাপতি ইফতেখার সম্রাট, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম, অলি হোসেন রিপন ও সায়মন উজ্জামান, সবুজ মল্লিক, শাহীন মিয়া, মোকলেসুর রহমান, দেবাশিস বড়ুয়া, মোহাম্মদ নাজমুল, মোহাম্মদ আরাফাত, শামসুদ্দিন ইয়াকিন, সৈয়দ পাভেল, নাসির রানা, প্রত্যয় সাহা, কাজী হামিদ, রাইসুল রাহান, মোহাম্মদ শহীদ, মিজানুর রহমান, সুমন বিশ্বাস, কানাই পোদ্দার, মাইনুল হাসান, হুমায়রা আখতার জাসিয়া সহ প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত