এনায়েত হোসেন সোহেল, ফ্রান্স থেকে

০১ অক্টোবর, ২০১৫ ০৩:৩৫

প্যারিসে বড়লেখাবাসীর ঈদ পূনর্মিলনী ও পিঠা উৎসব

প্যারিসে বসবাসরত বিপুল সংখ্যক বড়লেখা উপজেলাবাসীর উপস্থিতিতে অনুষ্ঠিত হয়ে গেল ঈদুল আজহা উপলক্ষে ঈদ পূনর্মিলনী ও পিঠা উৎসব।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে অভারভিলিয়ের একটি হলে বড়লেখাবাসীর উদ্যোগে এ অনুষ্ঠান আয়োজন করা হয় ।

বড়লেখার প্রবীণ ব্যক্তিত্ব,সাবেক কীর্তি ফুটবলার লুলু আহমদের সভাপতিত্বে ও মাহমুদুর রহমান সোহাগের  উপস্থাপনায় অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সেলিম আহমেদ, ফ্রান্স সাংবাদিক ইউয়িনের সভাপতি মান্নান আজাদ, সিলেট বিভাগ সমিতির সাধারণ সম্পাদক রেজাউল করিম, জালাল আহমেদ, তাজুল আহমেদ, জামাল আহমেদ, হেলাল আহমেদ, সালেহ আহমেদ চৌধুরী, খসরুজ্জ্বামানসহ আরো অনেকে।

এ সময় বক্তারা বলেন,পরবাসে ঈদের আমেজ বা খুশি ততটুকু আনন্দ পাওয়া যায় না যতটুকু দেশের মাটিতে পাওয়া যায়। তবুও ঐক্য এবং ভ্রাতৃত্ববোধের  মাধ্যমে নিজেদের আরো ঐক্যবদ্ধ হয়ে বিদেশের মাটিতে দেশের কল্যাণে কাজ করতে হবে।

অনুষ্ঠান শেষে অতিথিদের বিভিন্ন প্রকারের ঈদের পিঠা পরিবেশন করা হয়।

আপনার মন্তব্য

আলোচিত