সিলেটটুডে ডেস্ক

২৭ অক্টোবর, ২০১৫ ২৩:০৭

বইপত্রের ২৫ বছর পূর্তি উপলক্ষে লেখক-পাঠক সমাবেশ

সিলেটের সৃজনশীল বইয়ের বিপণন প্রতিষ্ঠান ‘বইপত্র’-এর ২৫ বছর পূর্তি উৎসব পালিত হয়েছে।

নগরীর জিন্দাবাজারস্থ রাজা ম্যানশন দোতলায় ‘লেখক-পাঠক’ শীর্ষক এ অনুষ্ঠান পালিত হয়। এতে সিলেটের সাহিত্য-সংস্কৃতি অঙ্গনের বিশিষ্টজনদের পাশাপাশি বিপুলসংখ্যক পাঠকও অংশ নেন।

সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যা ছয়টায় সমাবেশ শুরু হয়। এতে সভাপতিত্ব করেন কবি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শুভেন্দু ইমাম।

এ সময় বইপত্রকে ঘিরে স্মৃতিচারণ করেন সিলেট মেট্টোপলিন ইউনিভার্সিটির সাবেক উপাচার্য মো. আবদুল আজিজ, উদীচী কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মো. আরশ আলী, কবি তুষার কর, সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব, জাতীয় কবিতা পরিষদ সিলেটের সভাপতি এ কে শেরাম, সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি আহমেদ নূর, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নাজিয়া চৌধুরী ও সিলেট কমার্স কলেজের অধ্যক্ষ মোস্তাক আহমদ দীন।

স্বাগত বক্তব্য রাখেন বইপত্রের সত্বাধিকারী সেলিমা সুলতানা।

আবৃত্তিকার নাজমা পারভীনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন অধ্যাপক শামসুল আলম, নবীগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ গোলাম হোসেন আজাদ, সিলেট কর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক সমর বিজয় সী শেখর, সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের পরিচালক নিরঞ্জন দে, জেলা শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার অসিত বরণ দাশগুপ্ত, বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা সিলেটের সাধারণ সম্পাদক আবদুল করিম কিম, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সরকার সোহেল রানা, কবি প্রণব কান্তি দেব, দেবাশীষ দেবু, সহিদুজ্জামান পাপলু, আলফ্রেড আমেন প্রমুখ।

অনুষ্ঠানে বইপত্রের অন্তত দেড় শতাধিক পাঠক-শুভানুধ্যায়ীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এর বাইরে দিনভর পাঠকেরা বইপত্রের রজতজয়ন্তীকে কেন্দ্র করে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন।

আয়োজকেরা জানান, ২৫ বছর পূর্তি উপলক্ষে আগামী ডিসেম্বর মাস পর্যন্ত দেশি বই ২৫ শতাংশ হারে বিক্রি করা হবে। এর বাইরে কিছুসংখ্যক বই ২৫ থেকে ৫০ শতাংশ হারেও বিক্রি করা হবে। এছাড়া, বিদেশি বইয়ের মধ্যেও রয়েছে বিশেষ ছাড়।

আপনার মন্তব্য

আলোচিত