নিজস্ব প্রতিবেদক

০২ মার্চ, ২০১৭ ১৮:১৭

বেঙ্গল উৎসব : শিশুরা রাঙাচ্ছে নবম দিন

সিলেট চলমান বেঙ্গল সাংস্কৃতিক উৎসবের নবম দিনের বিকেল রাঙিয়ে তুলে শিশুরা। উৎসবের হাছন রাজা মঞ্চে বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪ টায় ছোটদের গীতিনাট্য শিশুতীর্থে ফুটিয়ে তোলা হয়েছে সিলেট অঞ্চলের বিয়ে, হলুদের বিভিন্ন ধরনের নাচ ও গান।

একে একে ৮টি গীতিনাট্য পরিবেশন করা হয়। সোহাগ চাঁদ বদনী ধনি, আইলারে নয়া দামান, জলের ঘাটে দেইখা আইলাম কি সুন্দরো শ্যাম রাই, লীলাবালি লীলাবালি, আইলারে নয়া দামান আছমানেরো তারা, যাইতা কইন্যা শ্বশুরবাড়ি গান পরিবেশন করা হয়। গানের মাঝখানে ছিল ঘটকের হাস্যরসাত্মক কথাবার্তা।

এর আগে বিকাল ৪টায় হাছন রাজা মঞ্চে শুরু হয় জাতীয় রবীন্দ্রাসংগীত সম্মিলন পরিষদ (সিলেট) দলীয় পরিবেশনা চতুরঙ্গ।

দিনের শুরুতে সৈয়দ মুজতবা আলী মঞ্চে বিকাল ৪টায় প্রদর্শিত হয় চলচ্চিত্র 'রিনা ব্রাউন' এই মঞ্চে সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে লোকনাট্যদল ঢাকার পরিবেশনায় মঞ্চ নাটক 'কঞ্জুস' প্রদর্শিত হবে।

সন্ধ্যার পর থেকে হাসন রাজা মঞ্চে নজরুল সঙ্গীত পরিবেশন করবেন রাকিবা ইসলাম ঐশী, ভাওয়াইয়া পরিবেশন করবেন সাইফুল আলম রাজা আর ফেরদৌস আরার কন্ঠে থাকছে নজরুল সঙ্গীত।

ভারতের প্রখ্যাত সঙ্গীত শিল্পী হৈমন্তী শুক্লার কন্ঠে পরিবেশিত হবে আধুনিক গান এবং বাউল গান পরিবেশন করবেন ভারতের পার্বতী বাউল।

বেঙ্গল ফাউন্ডেশনের উদ্যোগে নগরিল আবুল মাল আবদুল মুহিত কমপ্লেক্সে আয়োজিত ১০ দিনব্যাপী এ উৎসব চলবে ৩ মার্চ পর্যন্ত।

আপনার মন্তব্য

আলোচিত