নিজস্ব প্রতিবেদক

০২ মে, ২০১৭ ১৩:৩৪

আমাদের হাতুড়ির হুংকার, ভেঙে দিবে শোষকের দম্ভ

চা বাগানে চা শ্রমিকদের সাথে নিয়ে প্রতিবাদী সাস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে মহান মে দিবস পালন করেছে নগরনাট, সিলেট। 'আমাদের হাতুড়ির হুংকার, ভেঙে দিবে শোষকের দম্ভ'-এমন স্লোগানে সোমবার বিকেলে লাক্কাতুরা চা বাগানে আয়োজিত হয় এই সাংস্কৃতিক অনুষ্ঠান।

এতে অংশ নিয়ে গান, নৃত্য, আবত্তি পরিবেশন করে নগরনাট, প্রাক্তনের মেলা, ছন্দনৃত্যালয়, চারণ সংস্কৃতি কেন্দ্র, মৃত্তিকায় মহাকাল, উদীচী লাক্কাতুরা সংসদ ও থিয়েটার মুরারীচাঁদ।

এই প্রতিবাদী সাংস্কৃতিক আয়োজন থেকে শ্রমিকদের ন্যায্য মজুরি প্রদান, শ্রমিকবান্ধব কর্মপরিবেশ তৈরির দাবি জানানো হয়। একইসঙ্গে বিভিন্ন স্থানে শ্রমিক শোষণের প্রতিবাদ জানানো হয়।

সবশেষে পাহাড়ে ঘটে যাওয়া রমেল চাকমা হত্যাকাণ্ডের প্রতিবাদে নাটক 'ভূমিসূত্র' পরিবেশন করে নগরনাট।

আয়োজক সংগঠনের সভাপতি অরূপ বাউল বলেন, প্রতিবছর নগরনাট মে দিবসে অনুষ্ঠানের আয়োজন করে। সেই ধারাবাহিকতায় এবার আমরা চা বাগানের শ্রমিকদের মাঝে গিয়ে, তাঁদের সঙ্গে নিয়ে দিবসটি উদযাপন করেছি।

তিনি জানান, চা বাগানের শ্রমিকরা বিভিন্ন নাগরিক সুবিধা বঞ্চিত। শ্রমিক অধিকার সম্পর্কেও তাঁদের ধারণা সীমিত। এই উপেক্ষিত জনগোষ্ঠীকে আমরা সচেতন করতেই এমন উদ্যোগ।

আপনার মন্তব্য

আলোচিত