সিলেটটুডে ডেস্ক

১৯ সেপ্টেম্বর, ২০১৭ ২০:০৭

নাট্য পরিষদের ৩৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব বুধবার

সিলেটের সাংস্কৃতিক আন্দোলনের অন্যতম চালিকাশক্তি সম্মিলিত নাট্য পরিষদ সিলেট এর ৩৪ বছর পূর্তি উপলক্ষ্যে “মানবের তরে মাটির পৃথিবী দানবের তরে নয়” এই স্লোগানে বুধবার রিকাবীবাজার কবি নজরুল অডিটোরিয়ামে আয়োজন করা হয়েছে পথনাটক ও সিলেটে প্রথমবারের মতো পাঠাভিনয় উৎসব।

বিকেল ৪টায় কবি নজরুল অডিটোরিয়াম মুক্তমঞ্চে অনুষ্ঠানের শুভ সূচনা হবে। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আনন্দ র‌্যালী, পথনাটক ও পাঠাভিনয়ে নাট্য পরিষদের অন্তর্ভূক্ত ১০টি দল অংশ নেবে। একই সাথে পাঠাভিনয়ে সিলেটের প্রবীণ নাট্যজন বীর মুক্তিযোদ্ধা ভবতোষ রায় বর্মন রানা ও প্রবীণ নাট্যজন বীর মুক্তিযোদ্ধা নিজামউদ্দিন লস্কর ময়না, দীর্ঘদিন পর সিলেটের মঞ্চে পাঠাভিনয়ে অংশ নিবেন।

সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সভাপতি মিশফাক আহমেদ চৌধুরী মিশু ও সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত এক বিবৃতিতে আমন্ত্রিত অতিথিবৃন্দ সহ নাট্য ও সংস্কৃতিকর্মী এবং নাট্যহিতৈষী সকলকে সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানমালায় উপস্থিত থাকার জন্য বিনীতভাবে আমন্ত্রণ জানিয়েছেন।

আপনার মন্তব্য

আলোচিত