নিউজ ডেস্ক

১৬ জুলাই, ২০১৮ ১৩:২৫

সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের নির্বাচনী তফসীল ঘোষণা

সিলেটের সংস্কৃতি অঙ্গনের অন্যতম চালিকাশক্তি সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের কার্যনির্বাহী পরিষদের নির্বাচনের জন্য তফসীল ঘোষণা করা হয়েছে। ঘোষিত তফসীল অনুযায়ী আগামী ২৩ জুলাই ভোট গ্রহণ, গণনা এবং নির্বাচনী ফলাফল ঘোষণার তারিখ নির্ধারণ করা হয়েছে।

সোমবার (১৬ জুলাই) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সম্মিলিত নাট্য পরিষদ সিলেট।

এর আগে গত ১৩ জুলাই কবি নজরুল অডিটোরিয়ামে সংগঠনটির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে ১৪২৫-১৪২৬ বাংলা সনের জন্য নীতি নির্ধারনী পরিষদ গঠন করা হয়। অরিন্দম দত্ত কে প্রধান পরিচালক ও চম্পক সরকার এবং কনোজ চক্রবর্তী পরিচালক হিসাবে পুণঃ নির্বাচিত হন।

ঘোষিত নির্বাচনী তফসীল অনুযায়ী-

  • ভোটার তালিকা প্রকাশ – ১৮ জুলাই, বিকাল ৫টা
  • মনোনয়ন সংক্রান্ত আবেদন পত্র বিতরণ – ১৯ জুলাই, বিকাল ৫টা থেকে ৬টা
  • মনোনয়নপত্র জমা দান – ২০ জুলাই, বিকাল ৫টা থেকে ৬টা
  • মনোনয়নপত্র প্রত্যাহার – ২১ জুলাই, বিকাল ৫টা ঠেকে ৬টা
  • মনোনয়নপত্র নিরীক্ষণ – ২১ জুলাই, সন্ধ্যা সাড়ে ৬টা থেকে সাড়ে ৭টা
  • চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ – ২২ জুলাই, বিকাল সাড়ে ৫টা
  • ভোটগ্রহণ – ২৩ জুলাই, সন্ধ্যা ৬টা থেকে ৮টা
  • ভোটগণনা – ২৩ জুলাই, রাত ৮টা থেকে ৯টা
  • চূড়ান্ত ফলাফল প্রকাশ – ২৩ জুলাই, রাত সাড়ে ৯টা প্রকাশ করা হবে।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয় আগামী ১৮ জুলাই প্রতিদিন বিকাল ৫টা থেকে নাট্য পরিষদের মহড়া কক্ষে নির্বাচন সংক্রান্ত কার্যক্রম পরিচালিত হবে।

আপনার মন্তব্য

আলোচিত