নিজস্ব প্রতিবেদক

২০ মার্চ, ২০১৯ ২১:৪৫

সিলেটে দুই বাংলা নৃত্য উৎসব শুরু

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি বলেছেন, আমাদের দেশের সংস্কৃতি সুষম সমন্বিত হয়ে উঠবে। সুন্দর সংস্কৃতি পরিবেশ সৃষ্টি করতে সরকার কাজ করছে। দেশকে এগিয়ে নিতে আওয়ামী লীগ সরকার জীবনের প্রতিটি ক্ষেত্রে হাত দিচ্ছে। দেশের উন্নয়নের অগ্রযাত্রাকে সমৃদ্ধ করতে আমাদের প্রধানমন্ত্রী সর্বক্ষেত্রে কাজ করছেন। তিনি খুবই সাবধানে কাজ করছেন।

বুধবার (২০ মার্চ) বিকেলে এপার বাংলা-ওপার বাংলার নৃত্য উৎসব এর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন।

নৃত্যশৈলী সিলেটের আয়োজনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠান পরিচালনা করেন সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেটের সভাপতি আমিনুল ইসলাম লিটন।

এসময় উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র বদরউদ্দিন আহমদ কামরান, সিলেট জেলা পরিষদের প্রধান নির্বাহী দেবজিৎ সিংহ, সিলেট জেলা কমিউনিস্ট পার্টির সাবেক সভাপতি বেদনান্দ ভট্টাচার্য, বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার নেতা অনিল কিষান সিংহ, বিসিবির পরিচালক শফিউল আলম নাদেল, ক্রীড়া সংগঠক ও আওয়ামী লীগ নেতা বিজিত চৌধুরী, আয়োজক সংগঠন নৃত্যশৈলীর পরিচালক নীলাঞ্জনা দাস জুই প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত