সিলেটটুডে ডেস্ক

২৬ মার্চ, ২০১৯ ০০:৫৩

শেষ হলো দুই বাংলার নৃত্য উৎসব

“বিশ্ববীণা বেজে ওঠে আজ নৃত্যছন্দে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে এপার বাংলা, ওপার বাংলার যৌথ উদ্যোগে রিকাবীবাজারস্থ নজরুল অডিটোরিয়ামে ৫দিন ব্যাপী নৃত্য উৎসবের সমাপনী অনুষ্ঠান ২৫ মার্চ সোমবার নৃত্যশৈলি সিলেটের পরিবেশনায় অনুষ্ঠিত হয়।

বিকেল সাড়ে ৪টায় আয়োজিত মুক্তমঞ্চ অনুষ্ঠানে সম্মানীত অতিথি ছিলেন, সিলেট জেলা প্রেসক্লাব সভাপতি তাপশ দাশ পুরকায়স্থ, সিলটিভি প্রধান সম্পাদক আল-আজাদ, সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেটের সাধারণ সম্পাদক গোতম চক্রবর্তী প্রমুখ।

এদিকে সন্ধ্যা সাড়ে ৬টায় মুরারিচাঁদ কলেজের প্রফেসর শামীমা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানের ২য় অধিবেশন শুরু হয়। এতে প্রধান অতিথি ছিলেন, বীর মুক্তিযোদ্ধা সুলতানা কামাল, সম্মানীয় অতিথি ছিলেন সিলেটের উপ-পুলিশ কমিশনার কামরুল আমীন, বাংলাদেশ নৃৃত্যশিল্পী সংস্থার সভাপতি মিনু হক, নৃত্যগুরু মুনমুন আহমেদ, দৈনিক সিলেট মিরের সম্পাদক আহমেদ নুর। সাংস্কৃতিক অনুষ্ঠানে খণ্ডনৃত্য পরিবেশন করে নৃত্যশৈলী সিলেট, কত্থক নৃত্য পরিবেশন করে নৃত্যগুরু মুনমুন আহমদ, নৃত্যনাট্য রূপান্তরের গান পরিবেশন নৃত্যশৈলী সিলেট।

এপার বাংলা, ওপার বাংলা নৃত্য উৎসবের সমন্বয়ক বিভাষ শ্যাম যাদন অনুষ্ঠানের শেষে কৃতজ্ঞতা ও নৃত্যশৈলী সিলেটের পরিচালক নীলঞ্জনা যুঁই ধন্যবাদ জ্ঞাপন করেন।

আপনার মন্তব্য

আলোচিত