ডেস্ক রিপোর্ট

০২ এপ্রিল, ২০১৫ ১৪:৪০

শাবিপ্রবি প্রাক্তন ছাত্র ফাউন্ডেশনের উদ্যোগে সমাবেশ অনুষ্টিত

বাংলাদেশের বিশ্ববিদ্যালয়সমুহের মধ্যে র‌্যাংকিংয়ে ১ম স্থান অর্জন করায় ও বিশ্ব র‌্যাংকিংয়ে স্থান পাওয়ায় সমাবেশ করেছে শাবিপ্রবি প্রাক্তন ছাত্র ফাউন্ডেশন। বুধবার চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারের প্রধান ফটকের সামনে বিকেল ৫টায় সমাবেশ অনুষ্টিত হয়। প্রতিকূল আবহাওয়ার কারণে পূর্বঘোষিত আনন্দ শোভাযাত্রা স্থগিত করা হয়।

সংগঠনের আহবায়ক সাস্টিয়ান প্রভাষক মাহবুবুর রউফ নয়নের সভাপতিত্বে ও সদস্য সচিব সাস্টিয়ান গোলাম রাব্বি চৌধুরীর পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন- শাবিপ্রবির সাবেক প্রক্টর অধ্যাপক ডা. হিমাদ্রি শেখর রায়, অধ্যাপক ড. গোলাম আলী হায়দার চৌধুরী, অধ্যাপক ড. আতিউল­াহ, অধ্যাপক ড. সাহেদ আহমেদ প্রমূখ।

সংগঠনের পক্ষ থেকে বক্তব্য রাখেন- সিনিয়র যুগ্ম আহবায়ক বশির আহমদ, যুগ্ম আহবায়ক মনজুরুল ইসলাম, যুগ্ম আহবায়ক জুনায়েদ আহমদ, যুগ্ম আহবায়ক শিশির সরকার, যুগ্ম আহবায়ক এহসানুল হক দিদার, যুগ্ম আহবায়ক মিঠু তালুকদার।

সমাবেশ শুরু করার পূর্বে শাবিপ্রবির সাবেক ভিসি অধ্যাপক ড. সালেহ উদ্দিন ও শাবিপ্রবির সাবেক ভিসি অধ্যাপক ড. আমিনুল ইসলাম সংগঠনের এই মহতি উদ্যোগকে স্বাগত জানিয়ে ঐক্যমত পোষন করেন এবং শাবিপ্রবির উত্তরোত্তর সাফল্য কামনা করেন। 

সমাবেশে বৃষ্টি উপেক্ষা করেও উপস্থিত ছিলেন, সাস্টিয়ান সামসুল ইসলাম, দেলোয়ার হোসেন, শামীমুর রহমান, ইব্রাহিম হোসেন, হাবিবুর রহমান, দিদারুল ইসলাম ইমন, ফুয়াদ আহমদ, মনিয়া চৌধুরী, ফাতেমা গোলশানা, জয়ন্তিকা দাস, সারা জান্নাতসহ শতাধিক শিক্ষার্থীবৃন্দ।

আপনার মন্তব্য

আলোচিত