শাবি প্রতিনিধি

১৭ এপ্রিল, ২০১৮ ০২:০৫

স্পোর্টস সাস্টের নেতৃত্বে নাঈম-তৌফিক

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) খেলাধুলা বিষয়ক সংগঠন স্পোর্টস সাস্টের ১৪তম কমিটি গঠন করা হয়েছে। সোমবার বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে সংগঠনটির ১৩তম কার্যকরী পরিষদের এক সাধারণ সভায় এ কমিটি ঘোষণা করা হয়। সংগঠনটির পক্ষ থেকে প্রেরিত এ সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

কমিটিতে সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নাহিদুল ইসলাম নাঈমকে সভাপতি ও কেমিকেল ইঞ্জিনিয়ারিং এন্ড পলিমার সায়েন্স বিভাগের শিক্ষার্থী তৌফিক আল রশিদকে সাধারণ সম্পাদক  করা হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলেন, সিনিয়র সহসভাপতি মুনশি মো: শরীফ আহমেদ,সহ-সভাপতি আজিম উদ্দিন সাইদ, কবির রায়হান পলাশ, আলাউদ্দিন মো: আদিল, শান্ত মিয়া ও সাদমান সাকিব মাহমুদ, যুগ্ম-সম্পাদক মনিরুল ইসলাম, মেসবাহউদ্দৌলা, নিশাত তাসনিম সামিহা, সহ-সাধারণ সম্পাদক সালমান উদ্দিন, সাদমান মনির অন্তু, সাদিকুর রহমান পাপ্পু, শাহরিয়ার হাসান পরশ, মেহেদী হাসান রিজভী, স্পোর্টস সাস্ট স্কুল এর পরিচালক দীপায়ন চন্দ্র দাস, সহপরিচালক দেবাশীষ সরকার, তুষার ইমরান, চিফ পাবলিক রিলেশন এক্সিকিউটিভ জিসান আহমেদ, সালমা বেগম, পাবলিক রিলেশন এক্সিকিউটিভ মনজুরুল ওয়াহিদ রিস্তি, তৌফিকুর রহমান টুটুল, সাংগঠনিক সম্পাদক হিসেবে জিল্লুর রহমান দিদার, সহসাংগঠনিক সম্পাদক গোলাম কিবরিয়া মবিন, রেজাউল হক সিজার, মুহতাশিম শিহান, কোষাধ্যক্ষ আল ইমরান জাকারিয়া, সহ-কোষাধ্যক্ষ শাফায়েত জামিল সৌরভ, শিশির চক্রবর্তী, নাকিব উদ্দীন খান, প্রচার সম্পাদক রনি কুমার দেব, সহ-প্রচার সম্পাদক কামরুল ইসলাম আকাশ, আল ইমরান, মশিউর রহমান তুষার, নাঈম আহমেদ,প্রকাশনা সম্পাদক হাসান মো: শাহরিয়ার, সহ-প্রকাশনা সম্পাদক তাসনিম তারান্নুম নিঝুম, মেশকাক হোসাইন অনিক, হৃদয় তালুকদার, হাসান আহমেদ পরাগ,দফতর সম্পাদক সায়মন ইসলাম রাজু, সহ-দফতর তাহসিন রহমান, পৃতুল রায়, সঞ্জয় সাহা, আবু সালেহ আল মাহমুদ, ভিজ্যুয়াল ম্যাটারস এক্সিকিউটিভ রাফি রহমান, আল মতিন, সোহেল রানা, ওয়েব ডেভেলপার চিফ তৌফিকুর রহমান নিহাল, ইসমাঈল সজিব, ওয়েব ডেভেলপার এক্সিকিউটিভ আল আমিন, শেখ আসিফ, আবু ইউসুফ, উইমেন আ্যাফেয়ার্স চিফ সুরাইয়া আহমেদ সামি ও সম্মানিত সদস্য জাহিদুল ইসলাম আবির।

প্রসঙ্গত, ‘জীবন গঠনের জন্য প্রতিযোগীতা’ এ স্লোগানকে সামনে রেখে ২০০৫ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে ক্যাম্পাসে বিভিন্ন ধরনের খেলাধুলার আয়োজন করে যাচ্ছে সংগঠনটি।

আপনার মন্তব্য

আলোচিত