শাবি প্রতিনিধি

৩০ অক্টোবর, ২০১৯ ১৮:১৩

শাবির ৩য় সমাবর্তনে রেজিস্ট্রেশনের সময়সীমা বাড়ছে

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) তৃতীয় সমাবর্তনে রেজিস্ট্রেশনের সময়সীমা বাড়িয়ে ৫ নভেম্বর পর্যন্ত করা হয়েছে।

বুধবার (৩০ অক্টোবর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।  

তিনি বলেন, এখন পর্যন্ত সমাবর্তনে অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন করেছে ৫ হাজারের অধিক শিক্ষার্থী।  তাদের সুবিধার কথা বিবেচনা করে রেজিস্ট্রেশনের সময়সীমা বাড়িয়ে আগামী ৫ নভেম্বর পর্যন্ত করা হয়েছে।

তিনি আরো বলেন, সমাবর্তনে সভাপতিত্ব করবেন মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য মো. আব্দুল হামিদ।

সমাবর্তনে স্নাতক, স্নাতক সমমান ও বিএসসি নার্সিং এর জন্য ৪ হাজার টাকা, স্নাতকোত্তর এর জন্য ৪ হাজার ৫০০ টাকা, এমবিবিএস, বিডিএস, এমফিল ও পিএইচডি ডিগ্রি অর্জনকারীদের জন্য ৬ হাজার টাকা ফি নির্ধারণ করা হয়েছে।

উল্লেখ্য, সমাবর্তনে অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশনের সময় ছিল ১ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত।

আপনার মন্তব্য

আলোচিত